TRENDING:

R Madhavan Son: বাবা রিল লাইফ হিরো তো ছেলে রিয়্যাল লাইফ হিরো! মাত্র ১৭ তেই দেশের হয়ে ৭টা সোনার মেডেল

Last Updated:
R Madhavan, madhavan son won gold: অভিনেতার ছেলেকে সাধারণত অভিনেতাই হতে দেখা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে। সরাসরি অভিনয় না হলেও সিনেমা ঘেঁষা কিছু কাজই করে থাকেন সেলেব কিডরা৷ কিন্তু একটি সাক্ষাত্কারে, মাধবন জানিয়েছিলেন, তাঁর ছেলে বেদান্তের সাঁতারের প্রতি ঝোঁক রয়েছে এবং ও এই স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রমও করে।
advertisement
1/5
বাবা রিল লাইফ হিরো তো ছেলে রিয়্যাল লাইফ হিরো! ১৭ তেই দেশের হয়ে ৭টা সোনার মেডেল
সাম্প্রতিক সাঁতার চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক জিতেছেন বেদান্ত৷ আর তাতেই গর্বে বুক চওড়া হয়ে গেছে অভিনেতা আর মাধবনের। থ্রি ইডিয়েটস-এর অভিনেতা ট্যুইটারে ছেলের ছবি শেয়ার করেছেন। ছবিতে বেদান্তকে তার পদক দেখাতে দেখা গেছে। তার গায়ে জড়িয়ে রয়েছে ভারতের জাতীয় পতাকা৷ গলায় ঝুলছে এক গোছা মেডেল। হাতে আরেকটা৷
advertisement
2/5
মাধবন লিখেছেন, "ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের জন্য শুভকামনায়, ভারতের জন্য বেদান্ত এই সপ্তাহে মালয়েশিয়ার একটি চ্যাম্পিয়নশিপে ৫ সোনা (50, 100, 200, 400 এবং 1500 মিটার) এবং ২ পিবি সহ জিতেছে৷,... আমি বেদান্তের জন্য খুব খুশি..ধন্যবাদ @swimmingfedera1 @Media_SAI (sic)।' মাধবন পোস্টটি শেয়ার করার সাথে সাথে তার বন্ধুরা এবং অনুরাগীরা মন্তব্য করেছেন। এই বড় খবরে প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বচ্চন লিখেছেন, 'কী চমৎকার...অভিনন্দন বেদান্ত!' সুরিয়া অভিনেতাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "এটি সুন্দর বেদান্ত, সরিতা, এবং আপনাকে এবং আপনার পরিবারকে আন্তরিক অভিনন্দন!"
advertisement
3/5
অভিনেতার ছেলেকে সাধারণত অভিনেতাই হতে দেখা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে। সরাসরি অভিনয় না হলেও সিনেমা ঘেঁষা কিছু কাজই করে থাকেন সেলেব কিডরা৷ কিন্তু একটি সাক্ষাত্কারে, মাধবন জানিয়েছিলেন, তাঁর ছেলে বেদান্তের সাঁতারের প্রতি ঝোঁক রয়েছে এবং ও এই স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রমও করে।
advertisement
4/5
মাধবন বলেন, 'বেদান্ত, আমি এবং সরিতা আমরা জানি যে, আমার সন্তান হওয়ায় তার দিকে একটু বেশিই বাইরের জগতের মনোযোগ যায়। তবে এই খ্যাতি বেদান্তের এক্কেবারে নিজস্ব। একটি ছবিতে বেদান্ত তাঁর মা সরিতাকে সব সোনার মেডেল পরিয়ে দিচ্ছেন বলে দেখা যাচ্ছে।
advertisement
5/5
মাধবনকে শেষবার রকেট্রি: দ্য নাম্বি ইফেক্টে দেখা গিয়েছিল৷ বর্তমানে তিনি আরও বেশ কিছু কাজে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
R Madhavan Son: বাবা রিল লাইফ হিরো তো ছেলে রিয়্যাল লাইফ হিরো! মাত্র ১৭ তেই দেশের হয়ে ৭টা সোনার মেডেল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল