একাধিকবার গর্ভপাত! স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলেন, মাত্র ২৮-এ অভিনেত্রীর জীবনে এ কী হল?
- Published by:Tias Banerjee
Last Updated:
Bollywood Actress: ভালবাসার টানে বিদায় অভিনয় থেকে, একাধিক গর্ভপাত, স্বামীর অবিশ্বাস! জানুন বলিউডের কিংবদন্তি সেই নায়িকার অজানা অধ্যায়।
advertisement
1/8

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়েও ভালবাসার টানে বিদায় নিয়েছিলেন রূপালি পর্দা থেকে। বিয়ে করেছিলেন উগান্ডার বিশিষ্ট ব্যবসায়ী ময়ূর মাধবানিকে, তারপর...!
advertisement
2/8
তিনি মুমতাজ (Mumtaz)! এক পুরনো সাক্ষাৎকারে মুমতাজ জানান, “প্রত্যেক মহিলার জীবনে একটা সময় আসে, যখন বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। আমি ভাগ্যবান, কারণ আমি এমন একজনকে পেয়েছিলাম, যিনি আমাকে ভালবাসতেন। তাই সবকিছু ছেড়ে সংসার বেছে নিয়েছিলাম।”
advertisement
3/8
বিয়ের আগে থেকেই মাধবানি পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছিল— বিবাহের পর তিনি আর অভিনয় করতে পারবেন না। সে সময় প্রতি ছবির জন্য তিনি পেতেন সাড়ে সাত লাখ টাকা, যা বিরল ছিল।
advertisement
4/8
তবুও মাত্র ২৮ বছর বয়সেই তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন। মুমতাজের কথায়, “নায়িকাদের চাহিদা এক সময়ের পর কমে যায়। আমার পরিবার কখনও আমাকে টাকার জন্য কাজ চালিয়ে যেতে বলেনি, এজন্য আমি আজও তাদের সম্মান করি।”
advertisement
5/8
বলিউডের স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা মুমতাজ, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায়ই অভিনয় জগৎ ছেড়ে দেন। তিনি বিয়ে করেন উগান্ডার বিশিষ্ট ব্যবসায়ী ময়ূর মাধবানিকে এবং পারিবারিক জীবনে মন দেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
6/8
গুজরাটি পরিবারে বিয়ে করার পর নিজের জীবনধারায় আমূল পরিবর্তন আনতে হয় তাঁকে। তিনি শিখে নেন ডাল-ধোকলি, উন্ধিয়ু, খান্ডভি রান্না। নিজের কথায়, “এখন আমি মোটামুটি ভালই রাঁধতে পারি।”
advertisement
7/8
মুমতাজের মাতৃত্ব ছিল কঠিন। কন্যা নাতাশা মাধবানির জন্মের আগে একাধিকবার গর্ভপাতের শিকার হন তিনি। গর্ভাবস্থার ছয় মাস বিছানায় শুয়ে কাটিয়েছেন। তাঁর মতে, সন্তানরা তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
advertisement
8/8
দাম্পত্য জীবনে একসময় টানাপোড়েন আসে। ময়ূর মাধবানির এক মহিলার সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন মুমতাজ। তবে বিচ্ছেদের পথে না গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নেন তিনি। “আমার স্বামী সুদর্শন, একটি ভুল করেছিলেন। আমি জানতাম এটা বিচ্ছিন্ন ঘটনা। তাই পাশে দাঁড়ানোই শ্রেয় মনে করেছি,” বলেন তিনি।