Pushpa 2 Review: কেমন হল 'পুষ্পা: দ্য রুল'? হলে যাওয়ার আগেই টাটকা রিভিউ পড়ে নিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আল্লু অর্জুন এবং সুকুমার জুটির তৈরি চতুর্থ ছবি 'পুষ্প: দ্য রুল' কয়েক ঘণ্টার মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন এবং সুকুমার দু’জনেই ছবির আউটপুট নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।
advertisement
1/8

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বছরের বহুল প্রতীক্ষিত ছবি 'পুষ্প: দ্য রুল'। পুষ্পার দ্বিতীয় পার্টটি দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা৷ ছবিটি নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমনই পরিস্থিতি যে অনেকে ফার্স্ট ডে শো দেখতে অনেকে চাইলেও টিকিট পাচ্ছেন না৷ যদিও ছবিটি এক সপ্তাহ পরে 3D সংস্করণে মুক্তি পাবে, আপাতত 2D -তে দেখতে হবে পুষ্পা ২। ছবির ট্রেলার থেকে শুরু করে ছবির গান নিয়ে বেশ তোলপাড় হয়েছে। এখন প্রশ্ন হল, 'পুষ্প: দ্য রুল' কি ২০২১-এর 'পুষ্প: দ্য রাইজ'-এর সঙ্গে পাল্লা দিতে পারবে? যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে, ছবিটি কেমন, তাহলে রইল ছবিটির ফার্স্ট রিভিউ৷ পড়েই সিদ্ধান্ত নিন আপনি দেখবেন কী না!
advertisement
2/8
আল্লু অর্জুন এবং সুকুমার জুটির তৈরি চতুর্থ ছবি 'পুষ্প: দ্য রুল' কয়েক ঘণ্টার মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন এবং সুকুমার দু’জনেই ছবির আউটপুট নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।
advertisement
3/8
এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি প্রথম রিভইউ করেছে নিউজ ১৮ তেলুগু ওয়েবসাইট৷
advertisement
4/8
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, 'পুষ্প: দ্য রুল' দর্শকদের জন্য একটি কম্পিলিট প্যাকেজ। ছবিটি যেমন বিগ বাজাটের তেমনই এই ছবিতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রের, যেমন অ্যাকশন, রোম্যান্স, কমেডি সবটাতে৷ ফলে এক মিনিটও স্ক্রিনের থেকে চোখ ফেরাতে পারবেন না৷
advertisement
5/8
ভূমিকা দৃশ্য, ব্যবধান দৃশ্য এবং ক্লাইম্যাক্স দৃশ্যে গায়ে কাঁটা দেবে এটা নিশ্চিত। আকর্ষক চিত্রনাট্য দিয়ে সুকুমার তাঁর জাদু দেখিয়েছেন।
advertisement
6/8
'পুষ্প: দ্য রুল' আল্লু অর্জুনের স্ট্যামিনাকে খুব ভাল দেখাচ্ছে, এমন মন্তব্যও শোনা যাচ্ছে। শ্রীলীলার বিশেষ গান এবং রশ্মিকার পারফরম্যান্স ছবিটির অন্যতম আকর্ষণ হতে চলেছে।
advertisement
7/8
ভক্তরা বিশ্বাস করেন 'পুষ্প: দ্য রুল' ১০০০ কোটির ব্যবসা করবে। নির্মাতাদের মতে, ছবিটি একটু বড় হলেও ভক্তরা একেবারেই বিরক্ত বোধ করবেন না।
advertisement
8/8
'পুষ্প: দ্য রুল'-এর বেনিফিট শোগুলি অসাধারণ সাড়া পাচ্ছে। দেবী শ্রী প্রসাদ এবং শ্যাম সিএস-এর সঙ্গীত দারুণ। এক কথায় ছবিটি দেখে পয়সা উঠে আসবে৷ ফলে উইকেন্ডে অভূতপূর্ব সাড়া পড়বে বলে মনে করা হচ্ছে৷