Sidhu Moosewala Parents: মারা যান ২৮-এর ছেলে! ৫৮ বছরে মা হলেন সিধু মুসেওয়ালার মা, ছেলে না মেয়ে, কোলে এল কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sidhu Moosewala Parents: সন্তানের জন্ম দিলেন প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা চরণ কউর। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গায়কের বাবা বলকউর সিং নিজের ইনস্টাগ্রামে সদ্যজাতর ছবি দিয়ে খবরে শিলমোহর বসিয়েছেন।
advertisement
1/5

সন্তানের জন্ম দিলেন প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা চরণ কউর। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গায়কের বাবা বলকউর সিং নিজের ইনস্টাগ্রামে সদ্যজাতর ছবি দিয়ে খবরে শিলমোহর বসিয়েছেন।
advertisement
2/5
ছবিতে দেখা যাচ্ছে, সদ্যজাতকে কোলে নিয়ে একটি ছবি দিয়েছেন। তার পাশেই স্মৃতি আঁকড়ে রেখেছিলেন প্রয়াত ছেলে সিধুর ছবি।
advertisement
3/5
সংবাদমাধ্যম সূত্রে খবর, সিধুর বাবার বয়স ৬০ এবং তাঁর মায়ের বয়স ৫৮। সুখবর জানিয়ে পাঞ্জাবিতে একটি বার্তা লিখেছেন বলকউর। বাংলায় তর্জমা করলে যার অর্থ, 'যে লক্ষ লক্ষ মানুষ শুভদীপকে ভালবাসতেন, তাঁদের আশীর্বাদেই ঈশ্বর ওর ছোট ভাইকে আমাদের কোলে পাঠিয়েছেন।'
advertisement
4/5
সিধু মুসেওয়ালার আসল নাম শুভদীপ সিং সিধু৷ ২০২২ সালের মে মাসে আততায়ীদের হাতে খুন হন তিনি৷ আততায়ীরা রাস্তার উপরে খুন করে জনপ্রিয় পাঞ্জাবি গায়ককে৷
advertisement
5/5
ছেলেকে হারানোর পর ভেঙে পড়েছিলেন সিধুর মা-বাবা। ছেলের মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন শুরু করেন তাঁরা। তবে এ বার শুরু হল নতুন অধ্যায়। একরত্তি এল তাঁদের কোলে।