Prosenjit Chatterjee Daughter Photos : মেয়ের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরতে চান প্রসেনজিৎ! অন্তরালে থাকা সুন্দরী প্রেরণাকে দেখে মুগ্ধ হবেন আপনিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee Daughter Photos : পুরনো এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ অকপটে মেয়েকে নিয়ে কথা বলেছিলেন, ‘‘আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। আমি এমন কোনও অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না।’’
advertisement
1/10

সুন্দরী প্রেরণা চট্টোপাধ্যায়। টলিউড সুপারস্টারের কন্যা। তাও প্রচারবিমুখ এই তারকা-সন্তান। কিন্তু তা সত্ত্বেও প্রেরণা বলে বলে দশ গোল দিয়ে দেবেন যে কোনও নায়িকাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সন্তানের সম্পর্কে জানেন?
advertisement
2/10
প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা ঠাকুরতার মেয়ে প্রেরণা। বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়, তখন প্রেরণা খুবই ছোট। মায়ের সঙ্গে বিদেশে চলে যান তিনি। তারপর থেকে লন্ডনেই বাস প্রেরণার।
advertisement
3/10
লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি। কয়েক বছর আগে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হতেই জল্পনা শুরু হয়, তিনিও বোধহয় বাবার পথেই হেঁটে অভিনয়ে নামছেন।
advertisement
4/10
কিন্তু সেই সময়ে অভিজিৎ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, না, পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। পর্দায় আসার ইচ্ছে নেই তাঁর। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় নন প্রেরণা।
advertisement
5/10
পুরনো এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ অকপটে মেয়েকে নিয়ে কথা বলেছিলেন, ‘‘আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। আমি এমন কোনও অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না।’’
advertisement
6/10
‘‘যেটুকু চাই, ঈশ্বর নিশ্চয় দেবেন। আমার বিশ্বাস আমাকে ঈশ্বর সেই সময়টা দেবেন, যখন আমি আর আমার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরব।’’
advertisement
7/10
তৃষাণজিৎ ছাড়াও তাঁর আর এক সন্তান রয়েছে, সে বিষয়ে কথা বলতে পিছ পা হননি ‘ইন্ডাস্ট্রি’ বুম্বাদা। প্রেরণা জাপানি খাবার খেতে ভালবাসেন। তাঁর ডাক নাম বান্নো।
advertisement
8/10
১৯৯২ সালে বাল্যবন্ধু দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল প্রসেনজিতের। বছর তিনেক পরেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপর ১৯৯৭ সালে অপর্ণাকে বিয়ে করেছিলেন বুম্বাদা।
advertisement
9/10
২০০২ সালে সেই দাম্পত্যেও ভাঙন ধরে। তখন প্রেরণা সম্ভবত এক বছরের খুদে। ডিভোর্সের পর মায়ের সঙ্গেই আলাদা হয়ে যান তিনি। বাবার সঙ্গে সেভাবে আর যোগাযোগ নেই মেয়ের।
advertisement
10/10
এর পরে ২০০৩ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে চারহাত এক হয় প্রসেনজিতের। তাঁদেরই সন্তান তৃষাণজিৎ। ছেলেও বিদেশে পড়াশোনা করেন। তিন জনের সুখের সংসার।