Propose Day 2021: বলিউডের এই তারকাদের প্রোপোজের গল্প চমকে দেবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আজ প্রোপোজ ডে-তে ফিরে দেখা যাক বলিউডের নায়কদের মনের কথা মুখে আনার গল্প
advertisement
1/8

ছবির পর্দায় তাঁরা নায়িকাদের নানা ভাবা প্রোপোজ করেছেন। কিন্তু বাস্তবজীবনে কী ভাবে তাঁরা প্রোপোজ করেছিলেন হবু গিন্নিদের, সেই গল্পটাও কিছু কম রোমাঞ্চকর নয়। আজ প্রোপোজ ডে-তে ফিরে দেখা যাক বলিউডের ডাকসাইটে নায়কদের মনের কথা মুখে আনার গল্প!
advertisement
2/8
শাহরুখ খান - এক সময়ে দিল্লির প্রায় পুরোটাই চষে ফেলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর মনের মানুষ গৌরী খানের (Gauri Khan) পিছনে পিছনে। অবশেষে মুম্বইয়ের সমুদ্রসৈকতে প্রোপোজ করেন। তবে সেই সময়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নায়ক, কেঁদে ফেলেছিলেন হাউহাউ করে- এক সাক্ষাৎকারে এই কথা কবুল করে নিয়েছিলেন নিজেই!
advertisement
3/8
অভিষেক বচ্চন - বিশ্বসুন্দরী জানতেন না যে দুনিয়া সঙ্গে অভিষেক বচ্চনেরও (Abhishek Bachchan) মনোহরণ করেছেন। নিউ ইয়র্কে গুরু (Guru) ছবির প্রচারে ওই ছবির জন্য ব্যবহৃত হিরে আংটি দিয়েই মনের কথা জানান নায়ক! কাণ্ড দেখে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) সম্মতি জানাতে দেরি করেননি!
advertisement
4/8
ইমরান খান - অবন্তিকা মালিকের (Avantika Malik) মন পাওয়ার জন্য খিড়কি দিয়ে চোরের মতো ঢুকে তাঁর ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজিয়ে রেখে গিয়েছিলেন ইমরান খান (Imran Khan)। অবন্তিকা যখন ঘরে ঢুকে অবাক, তখন তাঁকে হাঁটু মুড়ে বসে প্রোপোজ করেন তিনি। আমরা এখন জানি যে অবন্তিকা কী জবাব দিয়েছিলেন!
advertisement
5/8
করণ সিং গ্রোভার - চলছিল নিউ ইয়ারের পার্টি। বিপাশা বসু (Bipasha Basu) ব্যস্ত ছিলেন একটা আতসবাজির ভিডিও করায়। পিছন থেকে করণ সিং গ্রোভার (Karan Singh Grover) চুপিসাড়ে মনের কথাটা জানিয়ে দেন। নায়িকা পরে জানিয়েছেন যে ধাতস্থ হতে তাঁর মিনিট দশেক সময় লেগেছিল।
advertisement
6/8
কুণাল খেমু - প্যারিসে সোহা আলি খানকে (Soha Ali Khan) প্রোপোজ করেছিলেন কুণাল খেমু (Kunal Kemmu)। উচ্ছ্বসিত নায়িকা সবাইকে জানিয়েছিলেন ট্যুইট করে- দুনিয়ার সেরা আংটিটা দিয়ে কুণাল তাঁর মন জয় করে নিয়েছেন!
advertisement
7/8
হৃতিক রোশন - জুহু বিচে, হাঁটু মুড়ে বসে সুজান খানকে (Sussanne Khan) মনের কথা জানিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। বিয়েটা সমুদ্রের জলে ভেসে গেলেও এখনও ওঁরা পরস্পরের ভালো বন্ধু!
advertisement
8/8
অনুরাগ কাশ্যপ - এখন আর সম্পর্কটা নেই ঠিকই! তবে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কালকি কোয়েচলিন (Kalki Koechlin), তাঁদের লিভ-ইনের সময়ে রোজ না কি তাঁকে প্রোপোজ করতেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। প্রত্যেক বার না বলতে বলতে একদিন রাজি হয়ে যান নায়িকা!