Priyanka Sarkar : সহজকে নিয়ে সিকিমে প্রিয়াঙ্কা! 'সিঙ্গল' মায়ের সঙ্গে ছেলের ছবি দেখে আবেগে ভাসছে নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Priyanka Sarkar : ছেলের সঙ্গে সিকিম বেড়িয়ে আসার ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
advertisement
1/9

সিঙ্গল মাদার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে সহজকে নিজের মতো করে বড় করে তুলছেন প্রিয়াঙ্কা।
advertisement
2/9
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সহজের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নেন প্রিয়াঙ্কা। এবার ছেলের সঙ্গে সিকিম বেড়িয়ে আসার ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
advertisement
3/9
প্রিয়াঙ্কা সহজকে নিয়ে ঘুরে এলেন সিকিম থেকে। উপলক্ষ সামার ভ্যাকেশন। মা-ছেলের ছবি এমনিতেই পছন্দ নেটিজেনদের। তাই ছবিগুলি ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
advertisement
4/9
সহজের বয়স এখন ৯। রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়ে গেলেও, বাবার সঙ্গেও মাঝে মধ্যে সময় কাটায় খুদে। আর এবার নাকি অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তার।
advertisement
5/9
রাহুল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কলকাতা ৯৬ ছবিতে অভিনয় করবে সহজ। এই প্রথম ক্যামেরার সামনে সে।
advertisement
6/9
এর মধ্যেই সেই ছবির চিত্রনাট্য ছেলের হাতে তুলে দিয়েছেন রাহুল। খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে।
advertisement
7/9
সিকিমে মায়ের সঙ্গে চুটিয়ে ঘুরে বেড়িয়েছে ছোট্ট সহজ। কখনও বরফ নিয়ে খেলা, কখনও ঝরনা দেখা, সব মিলিয়ে গরমের ছুটি দারুণ কেটেছে।
advertisement
8/9
আর তাই নেটিজেনরাও নানা আদুরে কমেন্টে প্রিয়াঙ্কা ও সহজকে ভরিয়ে দিয়েছেন।
advertisement
9/9
কেউ বলছেন, "তুমি একজন দারুণ মা প্রিয়াঙ্কা। তুমি একজন দারুণ মানুষও। খুব ভাল করে ঘোরো।" কেউ আবার লিখেছেন, "মা ও ছেলে দুজনেই মন ভরে আনন্দ করো।"