মেট গালার পর কান-এর ডেবিউতেও নজর কাড়ল প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্ট
Last Updated:
advertisement
1/9

হলিউডে এখন তিনি নিয়মিত মুখ৷ অস্কার থেকে মেট গালা, সব জায়গাতেই অবাধ বিচরণ হলেও কান ফিল্ম ফেস্টিভ্যাল এতদিন অধরাই ছিল৷ এবার রেড কার্পেটে ডেবিউ হল প্রিয়াঙ্কার৷
advertisement
2/9
বৃহস্পতিবার কান ফিল্প ফেস্টিভ্যালে দুটো পোশাকে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে৷ প্রথম ইভেন্ট পার্ল হোয়াইট ড্রেসে, একেবারে মিনিমাল মেকআপে ক্যামেরায় ধরা দেন প্রিয়াঙ্কা৷ মেট গালার ওভার দ্য টপ লুকের থেকে যা ছিল একেবারে বিপরীত৷
advertisement
3/9
এরপর রে়ড কার্পেটে প্রিয়াঙ্কা পরেছিলেন ব্ল্যাক, রোজ গোল্ড ওমবর সিক্যুইন থাই স্লিট গাউন৷ চপার্ড এর ডায়মন্ড ড্যাঙ্গলার ইয়ার রিং, উইঙ্গড আই লাইনার আর মভ লিপস্টিক সম্পূর্ণ করেছিল তার সাজ৷
advertisement
4/9
এদিন দুটি ফিল্ম দেখেন তিনি৷ প্রথমে এইচআইভি নিয়ে ডকুমেন্টরি 5B, পরে মিউজিশিয়ান এলটন জন-এর জীবন নিয়ে তৈরি মিউজিক্যাল ফ্যান্টাসি ছবি রকেটম্যান দেখেন তিনি৷
advertisement
5/9
প্রিয়াঙ্কার রেড কার্পেট অ্যাপিয়ারেন্স দেখে মুগ্ধ হয়ে স্বামী নিক জোনাস লেখেন গর্জাস৷ হলিউড অভিনেত্রী প্যারিস হিলটনেরও প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা৷
advertisement
6/9
তবে শুধু হলিউডের নয়, বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে৷ ইষা গুপ্তা, ভূমি পেদনেকর, ইশান খট্টর, অর্জুন কাপুর তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷
advertisement
7/9
কিছুদিন আগে মেট গালা লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন তিনি৷ তবে ফ্যাশন পুলিশদের কাছে কিন্তু প্রিয়াঙ্কার লুকই ছিল সেরা৷ সাহসের জন্য প্রিয়াঙ্কাকে বাহবা দিয়েছেন ফ্যাশনিস্তারা৷
advertisement
8/9
আপাতত আগামী হলিউড ছবি রোম্যান্টিক-এর মুক্তির অপক্ষায় রয়েছেন প্রিয়াঙ্কা৷ হলিউড স্টার মিন্ডি ক্যালিং-এর বিপরীতে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং নিয়ে একটি ছবিতে দেখা যাবে তাকে৷
advertisement
9/9
অন্যদিকে বলিউডে সোনালি বোস-এর পরের ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক-এ দেখা যাবে তাকে৷ ছবিতে তার সঙ্গে রয়েছেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম৷