Bollywood Gossip: কী ছিল কী হয়েছে! এই নায়িকাদের প্লাস্টিক সার্জারির আগের ছবি দেখলে ভিরমি খাবেন... তালিকায় আপনার প্রিয় নায়িকাও রয়েছে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বলিউডের অনেকেই কিন্তু নিজেদের শরীরে কাঁচি চালিয়ে দিয়েছেন। এমনিতেই তাঁরা সুন্দর ছিলেন। কিন্তু প্লাস্টিক সার্জারি করে আরও সুন্দর হতে চেয়েছেন। কেউ স্বীকার করেন, কেউ আবার করেন না।
advertisement
1/9

বলিউডের অনেকেই কিন্তু নিজেদের শরীরে কাঁচি চালিয়ে দিয়েছেন। এমনিতেই তাঁরা সুন্দর ছিলেন। কিন্তু প্লাস্টিক সার্জারি করে আরও সুন্দর হতে চেয়েছেন। কেউ স্বীকার করেন, কেউ আবার করেন না।
advertisement
2/9
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এক সময়ের মিস ওয়ার্ল্ডের শরীরে নানা প্লাস্টিক সার্জারির কথা শোনা যায়। নাক, ঠোঁট, গাল সবেতেই নাকি কাঁচি ঠেকিয়েছেন তিনি।
advertisement
3/9
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান দক্ষিণী দুনিয়ার পাশাপাশি বলিউডেও চেনা মুখ। তিনিও সার্জারির মাধ্যমে নাক বদলেছেন বলে শোনা যায়। তবে বলেছেন, তাঁর নাকের এই সার্জারি শারীরিক সমস্যার কারণেই। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে এই সার্জারি করতে হয়েছে।
advertisement
4/9
বাজিগরের শিল্পা আর এখনকার শিল্পাকে দেখলে চিনবে কার সাধ্য। দেশিল্পা নিজেই খোলামেলাভাবে জানিয়েছেন তাঁর নাকে দুটি সার্জারি তিনি করিয়েছিলেন। বর্তমানে বড় পর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না।
advertisement
5/9
শুদ্ধ দেশি রোম্যান্স, বেফিকরেতে নজর কেড়েছিলেন বাণী কাপুর। শোনা যায় কসমেটিক সার্জারি করে নিজের লুক বদলে ফেলেন বাণী। তিনি যদিও তা স্বীকার করেননি।
advertisement
6/9
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিশ্মা কাপুর। ইদানীং তাঁকে আর পর্দায় দেখা যায় না। শোনা যায়, নাক এবং ঠোঁট সার্জারি করিয়েছেন করিশ্মা।
advertisement
7/9
ক্যাটরিনা কাইফের রূপে মুগ্ধ নয় এমন মানুষ কমই আছেন। এক কালে সলমনের নায়িকা এখন ভিকি কৌশলের স্ত্রী। সম্প্রতি টাইগার-৩-এ শেষ তাঁকে দেখা গিয়েছে। তিনিও সার্জারি করিয়েছেন বলে শোনা যায়। যদিও ক্যাটরিনা নিজে কখনও স্বীকার করেননি।
advertisement
8/9
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরও প্লাস্টিক সার্জারি করে লুক বদল করেছেন বলে শোনা যায়। নাক, ঠোঁট আর থুতনিতে কিছু বদল চোখে পড়ে।
advertisement
9/9
নিজের নাচে সবাইকে মাতিয়ে রাখেন নোরা ফতেহি। তবে বিগ বসের ঘরে নোরা আর এখনকার নোরাকে চিনতে পারবেন না। তিনি নিজের স্বীকার না করলেও মনে করা হয় তিনিও সার্জারি করেছেন।