Priyanka Chopra: সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, খবর দিলেন মধ্যরাতের পোস্টে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Priyanka Chopra: দাম্পত্যে ভাটা পড়েনি, বরং নতুন সুখের নতুন সংজ্ঞা খুঁজে পেতে চলেছেন তাঁরা।
advertisement
1/5

মা হয়েছেন। জানুয়ারির মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সে কথা জানালেন তিনি। সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিলেন।
advertisement
2/5
শুক্রবার ভারতের সময় প্রায় মধ্যরাতে একটি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে লেখেন, আমরা উচ্ছ্বসিত সারোগেসির মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়ে। আমরা ব্যক্তিগত সময়ের জন্য আবেদন জানাচ্ছি পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটানোর জন্য। ধন্যবাদ।
advertisement
3/5
নিক ও প্রিয়াঙ্কার প্রেম জীবন নিয়ে সম্প্রতি নানারকম জল্পনা শুরু হয়েছিল। প্রিয়াঙ্কার পদবি থেকে জোনাস সরে যাওয়ায় বিস্তর জল্পনাও শুরু হয়।
advertisement
4/5
শেষে সন্তানের খবর দিয়ে কার্যত বিচ্ছেদের সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বুঝিয়ে দিলেন দাম্পত্যে ভাটা পড়েনি, বরং নতুন সুখ আসতে চলেছে তাদের।
advertisement
5/5
প্রিয়াঙ্কা চোপড়ার পরিবার ও নিক জোনাসের পরিবার সব মিলিয়ে এই খবরে অত্যন্ত আনন্দিত বলেই খবর মিলেছে। পাশাপাশি, শুভেচ্ছা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়াতেও। শুভেচ্ছা উজাড় করে দিচ্ছেন ভক্তরা।