Priyanka Chopra Welcome Baby Girl|| মেয়ের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, কোন কোন সেলিব্রিটি সারোগেসিতে সন্তান-সুখ পেয়েছেন? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Priyanka Chopra & Nick Jonas Welcomes Baby Girl: মধ্যরাতে সুখবর দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর ও নিক জোনাসের কোলে এসেছে কন্যাসন্তান।
advertisement
1/12

*আজ মধ্যরাতে সুখবর দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর ও নিক জোনাসের কোলে এসেছে কন্যাসন্তান। (Image: Instagram)
advertisement
2/12
*সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের মা হয়েছেন পিগি চপস। এপ্রিলে কন্যা সন্তানের পৃথিবীর আলো দেখার কথা ছিল খুদের। তবে ১২ সপ্তাহ আগেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাই আপাতত তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। (Image: Instagram)
advertisement
3/12
*তবে শুধুমাত্র নিক-প্রিয়াঙ্কাই নন। আগেই অবু অভিনেতা-অভিনেত্রী সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ খান এবং গৌরি খান। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে তৃতীয় সন্তানের জন্ম দেন কিং খান। (Image: Instagram)
advertisement
4/12
*করণ জোহরের দুই সন্তান যশ এবং রোহীর জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। (Image: Instagram)
advertisement
5/12
*আমির খান এবং কিরণ রাও তাঁদের সন্তান আজাদের জন্ম দেন সারোগেসির মাধ্যমে। তবে আমির এবং কিরণের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ২০২০ সালে। (Image: Instagram)
advertisement
6/12
*সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন তাঁরা। পরে আশের এবং নোয়ার জন্ম হয় সারোগেসির মাধ্যমে। (Image: Instagram)
advertisement
7/12
*ফারহা খান মা হয়েছিলেন আইভিএফ পদ্ধতিতে। তিনি একসঙ্গে তিন মেয়ের (ট্রিপলেট) জন্ম দেন। (Image: Instagram)
advertisement
8/12
*শিল্পা শেটি এবং রাজ কুন্দ্রা তাঁদের মেয়ের জন্ম দেন সারোগেসির মাধ্যমে। (Image: Instagram)
advertisement
9/12
*প্রিতী জিন্টা সম্প্রতি মা হয়েছেন। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে যমজ সন্তানের। (Image: Instagram)
advertisement
10/12
*একতা কাপুরের একমাত্র সন্তান রাভি-র জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। (Image: Instagram)
advertisement
11/12
*তুষার কাপুর একক বাবা অর্থাৎ সিঙ্গেল ফাদার। তিনি সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন বেশ কয়েক বছর আগে। (Image: Instagram)
advertisement
12/12
*সীমা খান এবং সোহেল খানের দ্বিতীয় সন্তান ইয়োহানের জন্ম হয়েছিল সরোগেসির মাধ্যমে। (Image: Instagram)