TRENDING:

Priya Prakash Varrier: কেবল চোখ মেরেই মনজয় ভক্তদের! নায়িকাকে চেনেন? নতুন ছবির অ্যালবাম থেকে নজর সরবে না

Last Updated:
Priya Prakash Varrier: তামিল ছবি ‘নীলাভুকু এনমেল এননাদি কোবাম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়া। ধনুষের লেখা এবং পরিচালিত ছবি ২১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।
advertisement
1/7
কেবল চোখ মেরেই মনজয় ভক্তদের! নায়িকাকে চেনেন? নতুন ছবির অ্যালবাম থেকে নজর সরবে না
প্রিয়া প্রকাশ ভারিয়ার। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। দক্ষিণী এক ছবির গানের দৃশ্যে তাঁর চোখ মারার ভঙ্গি আজও মনে আছে দর্শকদের।
advertisement
2/7
সেই থেকেই তাঁর আদবকায়দায়, রূপে মুগ্ধ সকলে। কেবল রূপের জন্য নয়, অভিনয় দক্ষতার জন্যও সুখ্যাতি অর্জন করেছেন প্রিয়া।
advertisement
3/7
সম্প্রতি তিনি একটি রঙিন ব্লাউজ এবং একটি দোপাট্টার সঙ্গে ফুল ফুল ছাপের সবুজ লেহঙ্গা পরে ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন নায়িকা।
advertisement
4/7
কানের দুল, নাকছাবি, ব্রেসলেট এবং একটি নেকলেস তাঁর সাজকে সঙ্গত করেছে। মেকআপে ফ্ললেস বেসেই ভরসা রেখেছেন। লাল লিপস্টিক, আর চোখে কাজল পরেছিলেন। খোঁপা বাঁধা চুলে একটি গোলাপ পরেছেন তিনি।
advertisement
5/7
ব্যাকগ্রাউন্ডে সাবেকি ফুল ছাপ দেওয়াল যেন আরও বেশি মানানসই হয়েছে প্রিয়ার ছবিগুলির সঙ্গে। কোনও কোনও ছবিতে তাঁর স্নিগ্ধ হাসির থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
advertisement
6/7
কমেন্ট বক্সে ভিড় করেছেন অনুগামীরা। তাঁর চেহারার প্রশংসায় পঞ্চমুখ সকলে। তাঁদের মধ্যে অনেকেই রেড হার্ট ইমোটিকনও দিয়েছেন নিজেদের মুগ্ধতা ব্যক্ত করার জন্য।
advertisement
7/7
তামিল ছবি ‘নীলাভুকু এনমেল এননাদি কোবাম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়া। ধনুষের লেখা এবং পরিচালিত ছবি ২১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Priya Prakash Varrier: কেবল চোখ মেরেই মনজয় ভক্তদের! নায়িকাকে চেনেন? নতুন ছবির অ্যালবাম থেকে নজর সরবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল