Priya Prakash Varrier: কেবল চোখ মেরেই মনজয় ভক্তদের! নায়িকাকে চেনেন? নতুন ছবির অ্যালবাম থেকে নজর সরবে না
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Priya Prakash Varrier: তামিল ছবি ‘নীলাভুকু এনমেল এননাদি কোবাম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়া। ধনুষের লেখা এবং পরিচালিত ছবি ২১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।
advertisement
1/7

প্রিয়া প্রকাশ ভারিয়ার। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। দক্ষিণী এক ছবির গানের দৃশ্যে তাঁর চোখ মারার ভঙ্গি আজও মনে আছে দর্শকদের।
advertisement
2/7
সেই থেকেই তাঁর আদবকায়দায়, রূপে মুগ্ধ সকলে। কেবল রূপের জন্য নয়, অভিনয় দক্ষতার জন্যও সুখ্যাতি অর্জন করেছেন প্রিয়া।
advertisement
3/7
সম্প্রতি তিনি একটি রঙিন ব্লাউজ এবং একটি দোপাট্টার সঙ্গে ফুল ফুল ছাপের সবুজ লেহঙ্গা পরে ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন নায়িকা।
advertisement
4/7
কানের দুল, নাকছাবি, ব্রেসলেট এবং একটি নেকলেস তাঁর সাজকে সঙ্গত করেছে। মেকআপে ফ্ললেস বেসেই ভরসা রেখেছেন। লাল লিপস্টিক, আর চোখে কাজল পরেছিলেন। খোঁপা বাঁধা চুলে একটি গোলাপ পরেছেন তিনি।
advertisement
5/7
ব্যাকগ্রাউন্ডে সাবেকি ফুল ছাপ দেওয়াল যেন আরও বেশি মানানসই হয়েছে প্রিয়ার ছবিগুলির সঙ্গে। কোনও কোনও ছবিতে তাঁর স্নিগ্ধ হাসির থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
advertisement
6/7
কমেন্ট বক্সে ভিড় করেছেন অনুগামীরা। তাঁর চেহারার প্রশংসায় পঞ্চমুখ সকলে। তাঁদের মধ্যে অনেকেই রেড হার্ট ইমোটিকনও দিয়েছেন নিজেদের মুগ্ধতা ব্যক্ত করার জন্য।
advertisement
7/7
তামিল ছবি ‘নীলাভুকু এনমেল এননাদি কোবাম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়া। ধনুষের লেখা এবং পরিচালিত ছবি ২১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।