TRENDING:

পরিচারিকার থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা

Last Updated:
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে ৷ সম্প্রতি জানা গিয়েছে, ব্যঙ্ক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা থাকা সত্ত্বেও বাড়ির পরিচারিকার কাছ থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা ৷ রেনু সিনহা নামে ওই পরিচারিকা গত তিন মাস ধরে প্রত্যুষার বাড়িতেই থাকতেন ৷ রেনু তার বয়ানে জানিয়েছে, মাঝেমধ্যেই ক্যাব বুক করার জন্য বা ওষুধ কেনার জন্য তার কাছ থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা ৷ তিনি আরও জানান, মাঝে মধ্যোই রাতে রাহুল ও প্রত্যুষার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পেতেন তিনি ৷ পরের দিন সকালে প্রত্যুষার শরীরের বিভিন্ন জায়গায় আগতের চিহ্নিও দেখেছেন তিনি ৷ প্রত্যুষার মা মু্ম্বই থেকে চলে যাওয়ার সময় তার মেয়ের খেয়াল রাখতে বলে যান ৷ প্রত্যুষা তাঁকে দিদি বলে ডাকতেন ৷
advertisement
1/3
পরিচারিকার থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা
মুম্বই: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে ৷ সম্প্রতি জানা গিয়েছে, ব্যঙ্ক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা থাকা সত্ত্বেও বাড়ির পরিচারিকার কাছ থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা ৷ রেনু সিনহা নামে ওই পরিচারিকা গত তিন মাস ধরে প্রত্যুষার বাড়িতেই থাকতেন ৷ রেনু তার বয়ানে জানিয়েছে, মাঝেমধ্যেই ক্যাব বুক করার জন্য বা ওষুধ কেনার জন্য তার কাছ থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা ৷ তিনি আরও জানান, মাঝে মধ্যোই রাতে রাহুল ও প্রত্যুষার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পেতেন তিনি ৷ পরের দিন সকালে প্রত্যুষার শরীরের বিভিন্ন জায়গায় আগতের চিহ্নিও দেখেছেন তিনি ৷ প্রত্যুষার মা মু্ম্বই থেকে চলে যাওয়ার সময় তার মেয়ের খেয়াল রাখতে বলে যান ৷ প্রত্যুষা তাঁকে দিদি বলে ডাকতেন ৷
advertisement
2/3
প্রত্যুষার তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে রাহুল সন্দেহ করত ৷ এর জন্য তিনি প্রায়ই অশান্তি করত ৷ রেনু জানান তিনি বহুবার রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে বলেন প্রত্যুষাকে ৷ কিন্তু প্রত্যুষা মনে করতেন যে তার এই পদক্ষেপের ফলে তার পরিবারের বদনাম হতে পারে ৷ তাই রাহুলের সমস্ত অত্যাচার সে সহ্য করত ৷ প্রত্যুষার সমস্ত পাসবুক ও ডেবিট কার্ড রাহুলের কাছে থাকত ৷ রেনু তাকে সেগুলো ফেরত চাইতে বললেও কোনও কারণে প্রত্যুষা তা করতে পারেনি ৷
advertisement
3/3
অন্যদিকে রাহুলের গাড়ির চালক রাজ বারিয়া জানান, প্রত্যুষার মৃত্যুর দিন কোকিলাবেন আম্বানি হাসপাতালে রাহুলের প্রাক্তন প্রমিকাও উপস্থিত ছিল ৷ এরপর সে হাসপাতাল থেকে বেড়িয়ে যায় এবং তার কিছুক্ষণ পর রাহুলও সেখান থেকে বেড়িয়ে যায় ৷ সেই দিন রাতে রাহুল তার মোবাইল বন্ধ করে রাখেন ৷ এর আগে শপিং মলে প্রত্যুষাকে প্রকাশ্যে চড় মারে রাহুল বলে জানান রাজ ৷
advertisement
বাংলা খবর/ছবি/বিনোদন/
পরিচারিকার থেকে টাকা ধার নিতেন প্রত্যুষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল