The Resident: সত্যি ভূতের গল্প ! ফার্স্ট লুকেই আতঙ্ক জাগাল ‘দ্য রেসিডেন্ট’, চলবে একের পর এক ভূতের বাড়ির সফর
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সত্যি ভূতের গল্প, ভূতের বাড়ির গল্প এবার জীবন্ত হয়ে উঠবে দ্য রেসিডেন্ট ফ্র্যাঞ্চাইজিতে।
advertisement
1/12

ভুতুড়ে বাড়ির পৃথিবীতে অভাব নেই, আমাদের এই দেশেও তা অগুনতি। সেই সব সত্যি ভূতের গল্প, ভূতের বাড়ির গল্প এবার জীবন্ত হয়ে উঠবে দ্য রেসিডেন্ট ফ্র্যাঞ্চাইজিতে। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য, নির্দেশনা , চিত্রগ্রহণ, পরিচালনা, সম্পাদনা, সঙ্গীতে ঋদ্ধ এই হরর প্লটের ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ্যে এল। প্রথম দেখা যাবে দ্য কেস অফ HZ26।
advertisement
2/12
সিমলার বিখ্যাত দুই বাংলো, যা এখন পর্যটনকেন্দ্র হলেও অনেকের অতিপ্রাকৃত অভিজ্ঞতারও সাক্ষী। ছবিটি তুলে ধরে ১৯৬০-এর দশকের শেষ দিকে প্যাটেল পরিবার যে সব অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল সেই কাহিনি। সেই বাস্তবকে ২০২৪ সালের প্রেক্ষাপটে ফেলা হয়েছে, যেখানে এক দম্পতি HZ26 নামের একটি বাংলোতে এসে থাকতে শুরু করে। শন এবং মায়া শোকস্তব্ধ, গর্ভাবস্থায় সন্তান হারিয়ে মায়া বিষণ্ণতা আর অবসাদে আক্রান্ত।
advertisement
3/12
শহরের কোলাহল থেকে দূরে, এক নতুন বাংলো কিনে নতুন করে জীবন শুরু করতে চায় শন। কয়েকদিনের মধ্যেই মায়ার আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে। যখন এই অস্বাভাবিকতা মাত্রা ছাড়িয়ে যায়, তখন শন বাড়িটির অতীত ইতিহাস খুঁজতে শুরু করে এবং জানতে পারে তাদের আগেও এক পরিবার এখানে থাকত, যারা কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল।
advertisement
4/12
সাহায্যের জন্য শন একজন ফ্রিল্যান্স মিডিয়াম রুদ্রজিৎকে ডাকেন, যিনি তাদের সাহায্য করার আশ্বাস দেন। যা ঘটেছিল, তা দুই বাংলোকে ভারতের ডার্ক ট্যুরিজমের এক বড় আকর্ষণে পরিণত করেছে।
advertisement
5/12
‘‘আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা বাংলা হরর সিনেমার একটি নতুন ধারা তৈরি করতে পারব। আমরা এখানে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছি, হরর ছবি মানেই অন্ধকার ঘর বা অন্ধকার পরিবেশ, কিন্তু এই ছবিতে আলোতেই দেখা যাবে অন্ধকারের উপস্থিতি", বলছেন প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়।
advertisement
6/12
‘‘যখন আমরা দ্য রেসিডেন্ট-কে একটা ফ্র্যাঞ্চাইজি রূপে ভাবতে শুরু করি, তখনই বুঝে যাই যে এটা দ্য কনজিউরিং-এর মতো ফরম্যাটে তৈরি করা সম্ভব। এই গল্পগুলো বাস্তব জীবনের ঘটনা, যেগুলো আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপিত করা হয়েছে, বলা হয়েছে একজন ক্লেয়ারভয়েন্ট বা অতীন্দ্রিয় দর্শনে সক্ষম ব্যক্তির মাধ্যমে, যিনি ঘটনাগুলো নিজের চোখে দেখেছেন। দর্শকদের জন্য এটি হবে একদম নতুন ধরনের হরর অভিজ্ঞতা’’, জানিয়েছেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।
advertisement
7/12
ছবিতে অভিনয় করেছেন শন বন্দ্যোপাধ্যায় , সব্যসাচী চৌধুরি , প্রত্যূষা রোজলিন, রাইমা ঘোষ, রানা বসু ঠাকুর, সুগত গুহ, তপস্যা দাশগুপ্ত, শুভার্থী বিশ্বাস প্রমুখ।
advertisement
8/12
শন বন্দ্যোপাধ্যায়
advertisement
9/12
প্রত্যূষা রোজলিন
advertisement
10/12
সব্যসাচী চৌধুরি
advertisement
11/12
রানা বসু ঠাকুর
advertisement
12/12
রাইমা ঘোষ