Sariful Razz-Porimoni: আমি তোমার ওই প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়: পরীমণি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sariful Razz-Porimoni: সম্প্রতি ফেসবুকে দেওয়া পরীমণির একটি পোস্ট নিয়ে ফের শুরু জল্পনা। অনেকেই মনে করছেন, নাম না করে স্বামী শরিফুল রাজকে কটাক্ষ করেছেন তিনি।
advertisement
1/5

সম্পর্কের সুতো আলগা হয়েছিল আগেই। তা নিয়ে বিতর্কও কম হয়নি। স্বামী শরিফুল রাজের থেকে আপাতত অনেকটা দূরে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি।
advertisement
2/5
বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে পরীমণি জানান, রাজ তাঁদের বিয়েকে অস্বীকার করছেন। অভিনেত্রীর কথায়, "আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।"
advertisement
3/5
তিনি এও জানান, রাজ আর তাঁর সঙ্গে থাকেন না। তাঁদের মধ্যে মানসিক বা শারীরিক, কোনও সম্পর্কই নেই। সম্প্রতি ফেসবুকে দেওয়া পরীমণির একটি পোস্ট নিয়ে ফের শুরু জল্পনা।
advertisement
4/5
নিজের কয়েকটি ছবি দিয়ে পরীমণি লেখেন, 'এভাবেই বছর পেরোবে /কাল পেরোবে…./ যেভাবে এখন মাস পেরিয়ে যায়! /কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।'
advertisement
5/5
অনেকেই মনে করছেন, নাম না করে স্বামী শরিফুল রাজকে কটাক্ষ করেছেন পরীমণি। দিন কয়েক আগে রাজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল বেশ কয়েকটি ভিডিও। যেখানে বাংলাদেশের একাধিক নায়িকার ব্যক্তিগত কিছু কথোপকথন, মুহূর্ত সামনে আসে। অনেকেই দাবি করেছিলেন, স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস করেছেন অভিনেত্রী। অভিযোগ যদিও পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি।