Porimoni-Razz Controversy: এখনও ক্ষত দগদগে, মারপিট করতে গিয়েই কি আহত রাজ? আসল সত্যি ফাঁস করলেন পরীমণির স্বামী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Porimoni-Razz Controversy: অবশেষে মুখ খুললেন রাজ৷ বাংলাদেশের সংবাদমাধ্যমকে রাজ বলেন, এই মুহূর্তে তিনি আগের চেয়ে ভাল আছেন৷
advertisement
1/5

দিনকয়েক ধরে পরীমণি ও শরিফুল রাজের দাম্পত্য কলহ যেন টক অফ দ্য টাউন৷ তাঁদের অশান্তি নিয়ে চর্চার শেষ নেই৷ রাজের সঙ্গে পরীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতেই নয়া বিবাদে জড়িয়েছেন তারা৷ তাঁদের জীবন যেন সিনেমার চিত্রনাট্য৷
advertisement
2/5
গত শুক্রবার থেকেই নাকি ধুম জ্বরে কাবু হয়েছেন পরীমণি৷ স্যালাইনের ছবি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ পরীমণির অসুস্থতার খবরের মধ্যেই শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাজের একটি রক্তাক্ত ছবি ৷ যেখানে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে৷ রক্ত জমাট বেঁধে রয়েছে মাথায়৷ এমনকী নাকি সেলাইও পড়েছে বলে খবর৷
advertisement
3/5
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, পরীমণি নাকি জ্বরের কারণে নয় বরং নিজের হাত কেটে ফেলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওপার বাংলার প্রযোজক কৌশিক হোসেন তাপসের অফিসেই নাকি বচসায় ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন৷ সেই সময়েই মাথায় আঘাত লাগে রাজের৷
advertisement
4/5
অবশেষে মুখ খুললেন রাজ৷ বাংলাদেশের সংবাদমাধ্যমকে রাজ বলেন, এই মুহূর্তে তিনি আগের চেয়ে ভাল আছেন৷ গত ১৭ অগাস্ট সড়ক দুর্ঘটনার মুখে পড়ে হাসপাতালে ভর্তি হন ৷
advertisement
5/5
রাজ জানান, তেজগাঁও এলাকা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় অন্য দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগে৷ এখন ভাল আছি৷ প্রথমে ভেবেছিলাম ভিতরে রক্তক্ষরণ হয়েছে তবে তা হয়নি টিস্যুগুলো আঘাত পেয়েছে৷ গাড়ির গ্লাস মাথায় লাগে, তাতেই জখম হয়েছি৷ এখন একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব৷ তিনি আরও দাবি করেছে, তাঁদের মধ্যে কোনও দাম্পত্য কলহের ঘটনা ঘটেনি, যেটা রটেছে সেটা পুরোটাই গুজব৷