Pori Moni: রাজ্যর প্রথম ইদে পাশে নেই বাবা, বাংলাদেশ ছেড়ে কোথায় গেলেন রাজ? মুখ খুললেন পরীমণি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni: চলতি বছর প্রথম ইদ ছেলে রাজ্যর৷ তবে প্রথম ইদে পাশে নেই বাবাকে৷ মা পরীমণির সঙ্গে ইদ পালন করল ছোট্ট রাজ্য৷ তবে ইদের দিন কোথায় গেলেন রাজ, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷
advertisement
1/5

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও শরিফুল রাজ অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না৷ তাঁদের বিচ্ছেদ নিয়ে তোলপাড় ওপার বাংলা৷ তবে ছেলের জন্য মাঝেমধ্যে একসঙ্গে দেখা যাচ্ছে রাজ ও পরীকে৷
advertisement
2/5
চলতি বছর প্রথম ইদ ছেলে রাজ্যর৷ তবে প্রথম ইদে পাশে নেই বাবাকে৷ মা পরীমণির সঙ্গে ইদ পালন করল ছোট্ট রাজ্য৷ তবে ইদের দিন কোথায় গেলেন রাজ, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
3/5
বাংলাদেশের প্রথমাসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ইদে মলদ্বীপ পাড়ি দিয়েছেন রাজ৷ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, কিছুদিনের জন্য মলদ্বীপ যাচ্ছেন,সপ্তাহখানেক পর ফিরবেন৷
advertisement
4/5
ইদের প্রসঙ্গ উঠতেই রাজ বলেন, মলদ্বীপ আসার পরিকল্পনা আগে থেকেই করা ছিল৷ তাই ইদের আগের দিন বনানীতে ছেলের সঙ্গে দেখা করি৷ রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা করি৷ তবে ইদের দিন দেখা কিংবা কথা কোনওটাই হয়নি৷
advertisement
5/5
রাজের মলদ্বীপ যাওয়ার কথা শুনেই মুখ খুলেছেন পরীমণি৷ তিনি জানিয়েছেন, ও তো যা খুশি করছে৷ নিজের মতোই সবটা করছে৷ এ সবে আমার কী৷ ছেলেকে নিয়েই একাই ইদ সেলিব্রেশন করেছেন ওপার বাংলার নায়িকা৷