হাসপাতাল থেকে আনন্দ মুহূর্তের আরও এক ছবি, পরীর কোলে একরত্তি, রইল বিভিন্ন মুহূর্ত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
রাজ পরীমণির সামনে শিশুকে নিয়ে গিয়েছেন। সেই প্রথম বাচ্চাকে দেখলেন পরীমণি। আবেগে কাঁপছেন তিনি, শারীরিক ক্লান্তিকে অতিক্রম করে পরী বললেন, ''আমি পেরেছি রাজ!''
advertisement
1/7

বুধবার সন্ধেয় ঢাকার একটি হাসপাতালে ছেলে হয়েছে পরীমণির। নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। মা এবং সন্তান এখনও হাসপাতালে। শারীরিক ভাবে সুস্থ তাঁরা দু'জনেই। সুখবর দিয়েছিলেন নতুন বাবা শরীফুল রাজ।
advertisement
2/7
বৃহস্পতিবার সকালেই মা সন্তানের ছবি প্রকাশ্যে আনেন। হাসপাতালের বিছানায় শুয়ে পরী। কোলে সন্তান। একরত্তি তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। নতুন মা পরম আনন্দে চোখ বুঁজে রয়েছেন। ইতিমধ্যে এই ছবি ভাইরাল।
advertisement
3/7
হাসপাতাল থেকেই নতুন মা-বাবা পর পর ছবি পোস্ট করছেন। বিভিন্ন আনন্দ মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশের তারকা দম্পতি। নতুন জীবনের আগমনে উৎফুল্ল সে দেশের নায়ক-নায়িকা।
advertisement
4/7
নতুন মায়ের সঙ্গে একরত্তির আরও একটি ছবি ভাইরাল হয়েছে সদ্য। পরীর কোলে ছোট্ট রাজ্য। হাসপাতালের বিছানায় বসে রয়েছেন নায়িকা। ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু খাচ্ছেন তিনি।
advertisement
5/7
হাসপাতালের বিছানায় বসে আরও এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। ছবিতে সঙ্গে রয়েছেন তাঁর স্বামী এবং অভিনেতা রাজ।
advertisement
6/7
রাজ পরীমণির সামনে শিশুকে নিয়ে গিয়েছেন। সেই প্রথম বাচ্চাকে দেখলেন পরীমণি। আবেগে কাঁপছেন তিনি, শারীরিক ক্লান্তিকে অতিক্রম করে পরী বললেন, ''আমি পেরেছি রাজ!''
advertisement
7/7
একরত্তি রাজ্যকে ঘিরে মহা উৎসব হাসপাতালে। রাজ্যের দিদা এবং ঠাকুমা তাঁকে ঘিরে বসে কতই না গল্প করছেন। সেই মুহূর্তের ছবিও পোস্ট করেছেন গর্বিত মা। ছবি তুলেছেন শরীফুল।