TRENDING:

Pori Moni: হাসপাতালে ভর্তি পরীমণি! ছেলে রাজ্যের হাতেও চ্যানেল? অসুস্থ পরিবারের কয়েক সদস্যও

Last Updated:
Pori Moni: ফের হাসপাতালে ভর্তি পরীমণির। কিছুদিন আগেও অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি কেবল একা নয়, তাঁর সঙ্গে এবার একরত্তি রাজ্যও হাসপাতালে।
advertisement
1/8
হাসপাতালে ভর্তি পরীমণি! ছেলে রাজ্যের হাতেও চ্যানেল? অসুস্থ পরিবারের কয়েক সদস্যও
ফের হাসপাতালে ভর্তি পরীমণির। কিছুদিন আগেও অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি কেবল একা নয়, তাঁর সঙ্গে এবার একরত্তি রাজ্যও হাসপাতালে।
advertisement
2/8
কিছুদিন আগে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ঢাকায় ফিরেই গুরুতর অসুস্থ হয়ে তিনি। গ্রাম থেকেই ফিরেই নেমে আসে বিপদ।
advertisement
3/8
তবে কেবল তিনি নন, একরত্তি রাজ্য-সহ তাঁর পরিবারের পাঁচজন গুরুতর অসুস্থ। সকলেই ভর্তি ছিলেন হাসপাতালে।
advertisement
4/8
ইতিমধ্যেই পরিবারের বাকীরা হাসপাতাল থেকে ছুটি পেলেও পরীমণির ও তাঁর ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
5/8
১৪ জানুয়ারি রবিবার পরীমণি তাঁর ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর হাতের উপর তাঁর ছেলের হাত। একরত্তির হাতে চ্যানেল করা।
advertisement
6/8
ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শীত কালে সবাই খাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে হাত ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম।'
advertisement
7/8
তিনি ছেলের ব্যপারে লেখেন 'বাবু খুবই অল্প পরিমান মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক-সহ আমার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড!'
advertisement
8/8
অভিনেত্রী লেখেন, 'নানু বাড়ি থেকে ভীষন রকম ভাল এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো শেষ করব ভেবেছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম কাগজের বৌ-এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিক ভাবেই মন খারাপ হচ্ছিল খুব।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pori Moni: হাসপাতালে ভর্তি পরীমণি! ছেলে রাজ্যের হাতেও চ্যানেল? অসুস্থ পরিবারের কয়েক সদস্যও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল