TRENDING:

১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা এই অভিনেত্রী! ১৮তে বিবাহবিচ্ছেদ...! বাবা কে? জানে না এখনও সন্তানরা

Last Updated:
Actress: রঙিন দুনিয়ার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকে, তা শুধুমাত্র অভিনেতারাই জানেন। বলিউড হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, কিংবা ছোটপর্দা— এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা প্রেমে প্রতারিত হয়েছেন। এই অভিনেত্রীও এর ব্যতিক্রম নন।
advertisement
1/10
১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা! ১৮তে বিবাহবিচ্ছেদ...! বাবা কে? জানে না এখনও সন্তানরা
নয়াদিল্লি: যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তিনি মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেছিলেন। ১৭ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন, আর ১৮-তে এসে স্বামী থেকে বিচ্ছিন্ন হন। কঠিন সেই অধ্যায় পেরিয়ে আজ তিনি একজন সফল অভিনেত্রী। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
2/10
রঙিন দুনিয়ার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকে, তা শুধুমাত্র অভিনেতারাই জানেন। বলিউড হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, কিংবা ছোটপর্দা— এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা প্রেমে প্রতারিত হয়েছেন। এই অভিনেত্রীও এর ব্যতিক্রম নন। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
3/10
এই অভিনেত্রী আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় 'কমলিকা' অর্থাৎ উর্বশী ঢোলাকিয়া। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর একাই দুই ছেলেকে বড় করেছেন এবং আর কখনও প্রাক্তন স্বামীর মুখ দেখেননি। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
4/10
সম্প্রতি, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক সাক্ষাৎকারে উর্বশী ঢোলাকিয়া মুখ খোলেন। তিনি জানান, ১৬ বছর বয়সে তাঁর বিয়ে হয় এবং ১৮ বছর বয়সেই বিবাহবিচ্ছেদ হয়ে যায়। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
5/10
'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকে 'কমলিকা'র চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া উর্বশী বলেন, তাঁর যমজ সন্তান ক্ষিতিজ ও সাগর কখনওই বাবার সম্পর্কে জানতে আগ্রহ দেখায়নি। অভিনেত্রীর কথায়, "আমি অনেকবার ওদের বলার চেষ্টা করেছি, কিন্তু ওরা কখনওই জানতে চায়নি।" Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
6/10
উর্বশী আরও জানান, তাঁর প্রাক্তন স্বামী কখনোই সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখেননি। "আমার ছেলেরা দেড় বছর বয়সের পর থেকে বাবার সঙ্গে কথা বলেনি। ১৮ বছর বয়সেই আমি বাবা ও মা দুই ভূমিকা পালন করতে শুরু করি," বলেন তিনি। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
7/10
বিচ্ছেদের পর মানসিকভাবে কীভাবে সামলেছিলেন সে বিষয়েও কথা বলেন উর্বশী। তিনি জানান, একসময় নিজেকে এক মাসের জন্য ঘরের মধ্যে বন্দি করেছিলেন, যাতে নিজেকে স্থিতিশীল করতে পারেন এবং ভবিষ্যতের পথ ঠিক করতে পারেন। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
8/10
সন্তানদের বড় করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। একদিকে টিভি সিরিয়ালে কাজ চালিয়ে গিয়েছেন, অন্যদিকে ছেলেদের জন্য ছিলেন একমাত্র অভিভাবক। অর্থনৈতিক চাপ সামলানোর পাশাপাশি সামাজিক ট্যাগও সামলাতে হয়েছে তাঁকে। Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
9/10
অভিনেত্রীর কথায়, তিনি আর প্রেম বা বিয়ে নিয়ে ভাবেন না। একাকী জীবনকেই উপভোগ করেন এবং নিজের দুই ছেলের সঙ্গেই সুখে রয়েছেন। একদিকে কেরিয়ার, অন্যদিকে একক মাতৃত্ব— উর্বশী ঢোলাকিয়ার জীবনযুদ্ধ অনেককেই অনুপ্রাণিত করবে! Photo courtesy- @urvashidholakia/Instagram
advertisement
10/10
প্রসঙ্গত, সম্প্রতি উর্বশী ঢোলাকিয়াকে সুপারহিরো ভিত্তিক ওয়েব সিরিজ ‘পাওয়ার অফ ফাইভ’-এ দেখা গিয়েছে, যেখানে তিনি ডিজিপি আসমা মাজহার চরিত্রে অভিনয় করেছেন। Photo courtesy- @urvashidholakia/Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা এই অভিনেত্রী! ১৮তে বিবাহবিচ্ছেদ...! বাবা কে? জানে না এখনও সন্তানরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল