TRENDING:

টিভির জনপ্রিয় কার্টুন পেপ্পা পিগ এবার আসছে সামনাসামনি! মঞ্চে হাজির থাকবে গোটা পরিবার

Last Updated:
উৎসাহী পেপ্পা পিগ ভক্তদের একটি মজাদার সন্ধ্যা উপহার দিতে তৈরি এই কার্টুনের কর্তারা৷ অনলাইন বুক করে এই শো দেখা যাবে এবার কলকাতায়৷
advertisement
1/5
টিভির জনপ্রিয় কার্টুন পেপ্পা পিগ এবার আসছে সামনাসামনি! মঞ্চে হাজির থাকবে গোটা পরিবার
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় কার্টুন peppa pigs৷ টিভির শো হোক বা বইয়ের পাতায় পেপ্পাকে দেখেছে খুদে দর্শকরা৷ এবার মঞ্চে সপরিবারে হাজির এই বাচ্চাদের প্রিয় পেপ্পা পরিবার৷ 'পেপ্পা পিগ'স অ্যাডভেঞ্চার' একটি একেবারে নতুন স্ক্রিপ্ট যা ভারতের সাতটি শহরের হচ্ছে । উৎসাহী পেপ্পা পিগ ভক্তদের একটি মজাদার সন্ধ্যা উপহার দিতে তৈরি এই কার্টুনের কর্তারা৷ অনলাইন বুক করে এই শো দেখা যাবে এবার কলকাতায়৷
advertisement
2/5
এদের এতদিন দূর থেকে দেখা শিশুরা পেপ্পার কাছে গিয়ে করতে উপভোগ করতে পারবে৷ লাইভ থিয়েটার শোতে আসছে ছোট্ট পেপ্পা, জর্জ, মামি পিগ, ড্যাডি পিগ এবং তার বন্ধুরা।
advertisement
3/5
এখন যেহেতু সমস্ত পেপ্পা পিগ প্রেমীরা অবশেষে এখানে এসেছেন, আমরা এই টিভি অনুষ্ঠানের একটি সরাসরি হাস্যরসাত্মক নাটক দেখার জন্য কতটা উত্তেজিত? জনপ্রিয় চাহিদা অনুযায়ী পেপ্পা পিগ আমাদের দেশে আসছে তাদের তৃতীয় লাইভ অনুষ্ঠানের জন্য। BookMyShow-এর 'পেপ্পা পিগ'স অ্যাডভেঞ্চার' হাসি, আকর্ষণীয় গান, বন্ধুত্বের থিম এবং একগুচ্ছ চমকে ভরা একটি অবিস্মরণীয় অনুষ্ঠান।
advertisement
4/5
প্রিয় অ্যানিমেটেড পিগি চরিত্রগুলিকে জীবন্ত দেখার অনুভূতি অবশ্যই দাগ কেটে যাবে ছোটদের মনে৷ বিশাল মানুষের আকারের পিগ ফ্যামিলিকে দেখার আলাদাই মজা পাবে পেপ্পা ভক্তরা৷
advertisement
5/5
অবিশ্বাস্য 'PEPPA PIG's Adventure' লাইভটি ভারতের বিভিন্ন নির্বাচিত শহরে - মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতায় প্রচারিত হচ্ছে। BookMyShow প্রতিটি শহরে প্রতি সপ্তাহান্তে ৬ বার এই দুর্দান্ত থিয়েটার শোটি সরাসরি সম্প্রচার করছে। এই অনুষ্ঠানটি ২১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শুরু হয়েছে। যা যথেষ্ট সাড়া পেয়েছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
টিভির জনপ্রিয় কার্টুন পেপ্পা পিগ এবার আসছে সামনাসামনি! মঞ্চে হাজির থাকবে গোটা পরিবার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল