TRENDING:

Bollywood News: সফল বাঙালি নায়িকার মেয়ে! পরপর ১৪ ছবি ফ্লপ! বলিউডে ডাহা ফেল হয়েও কোটি কোটির মালিক

Last Updated:
Bollywood News: নবাব পরিবারের মেয়ে। মা, দাদা বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করেই ক্যামেরার সামনে আসেন। কিন্তু ঈপ্সিত সাফল্য অধরাই থেকে যায়।
advertisement
1/7
সফল বাঙালি নায়িকার মেয়ে! পরপর ১৪ ছবি ফ্লপ! বলিউডে ডাহা ফেল হয়েও কোটি কোটির মালিক
নবাব পরিবারের মেয়ে। মা, দাদা বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করেই ক্যামেরার সামনে আসেন। কিন্তু ঈপ্সিত সাফল্য অধরাই থেকে যায়। দর্শক-মন থেকে ধীরে ধীরে মুছে যান সোহা আলি খান।
advertisement
2/7
মনসুর আলি খান পটৌডি এবং শর্মিলা ঠাকুরের কন্যা সোহা। দাদা সইফ আলি খান। বলিউডে কেরিয়ার শুরুর আগে কর্পোরেটে কাজ করতেন। কিন্তু সেই চাকরি ভাল না লাগায় অভিনয় জগতে প্রবেশের সিদ্ধান্ত।
advertisement
3/7
প্রায় দু'দশকের কেরিয়ারে সোহা প্রচুর ছবিতে কাজ করেছেন। কিন্তু তাঁর অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। প্রথম সারির নায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি তিনি।
advertisement
4/7
'দিল মাঙ্গে মোর' দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল সোহার। তবে ছবিটি বক্স অফিসে ফ্লপ করেছিল। সোহার দীর্ঘ ক্যারিয়ারে শুধুমাত্র একটি ছবিই হিট হয়েছিল, যার নাম ছিল 'রং দে বাসন্তী'।
advertisement
5/7
সোহা তার পর 'আহিস্তা আহিস্তা', 'মুম্বই মেরি জান', 'দিল কাবাডি', 'সাহেব বিবি অর গ্যাংস্টার', ঘয়াল ওয়ানস এগেইন' এবং '৩১ অক্টোবর', 'সাহেব বিবি অর গ্যাংস্টার ৩'-র মতো ১৪টি ফ্লপ ছবি দিয়েছেন।
advertisement
6/7
বর্তমানে খুব বেশি কাজ করেন না সোহা। ছবির পর ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। স্বামী কুণাল খেমু এবং মেয়ে ইনায়াকে নিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন তিনি।
advertisement
7/7
স্বামী কুণালের সঙ্গে একটি প্রযোজনা সংস্থা চালান সোহা। কোটি কোটি টাকার মালিক তাঁরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood News: সফল বাঙালি নায়িকার মেয়ে! পরপর ১৪ ছবি ফ্লপ! বলিউডে ডাহা ফেল হয়েও কোটি কোটির মালিক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল