Madonna Health Update: বাড়িতে ফিরেও বিছানায় শয্যাশায়ী ছিলেন ম্যাডোনা, কেমন আছেন পপ তারকা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Madonna Health Update: বাড়িতে ফিরেও শয্যাশায়ী ছিলেন পপ তারকা৷ এখন কেমন আছেন ম্যাডোনা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অনুরাগীদের জন্য এবার নিজের শরীরের কথা জানালেন ম্যাডোনা৷
advertisement
1/5

গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আমেরিকান পপ তারকা ম্যাডোনা৷ সংক্রমণের কারণে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন গায়িকা৷ তারপরই তাকে তড়িঘড়ি করে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়৷
advertisement
2/5
আচমকা অসুস্থ হয়ে পড়ায় শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একদিনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছিল ম্যাডোনাকে৷ তবে বেশ কিছুদিন হল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন অভিনেত্রী৷
advertisement
3/5
বাড়িতে ফিরেও শয্যাশায়ী ছিলেন পপ তারকা৷ এখন কেমন আছেন ম্যাডোনা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অনুরাগীদের জন্য এবার নিজের শরীরের কথা জানালেন ম্যাডোনা৷ সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে পপ তারকা লেখেন, আপনাদের প্রার্থনা এবং সেরে ওঠার উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ৷ আপনাদের ভালবাসায় আমি আবারও ফিরে আসছি৷
advertisement
4/5
ম্যাডোনা আরও জানিয়েছেন, যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরল তখন সবার প্রথমে সন্তানের জন্য চিন্তা হয়েছিল এবং দ্বিতীয়ত চিন্তা করেছিলাম, যারা আমার শো-এর টিকিট কেটেছেন৷ তবে আমি কাউকেই হতাশ করতে চাই না৷ সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে ফিরে আসব৷
advertisement
5/5
ম্যাডোনা এও বলেছেন, এই মুহূর্তের পরিকল্পনা হল উত্তর আমেরিকা সফর এবং অক্টোবর মাসেই ইউরোপে যাব৷ আপনাদের যত্ন ও সমর্থনের জন্য আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ৷ ম্যাডোনার এই পোস্টে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন৷ সকলেই তার সুস্থতার কামনা করেছেন৷