Poonam Pandey Death News: খোঁজ নেই পরিবারের, গায়েব আত্মীয়রা... পুনম জীবিত? বডিগার্ডের কথায় আরও পাকছে রহস্যের জট
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তাঁর জনসংযোগ টিম জানালেও কখন এবং কোথায় পুনম মারা গেছেন সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না।
advertisement
1/11

৩২ বছর বয়সে প্রয়াত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। তাঁর মৃত্যুর কারণ হিসাবে জরায়ু মুখের ক্যানসারের কথা জানা যাচ্ছে ঠিকই কিন্তু অভিনেত্রীর মৃত্যু নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য। উঠছে একাধিক প্রশ্ন। কেউ কেউ শোক প্রকাশ করলেও এই খবর সত্য কিনা সন্দেহ প্রকাশ করছেন অনেকে।
advertisement
2/11
পুনম পান্ডের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অভিনেত্রী ড্রাগ ওভারডোজের কারণে মারা গিয়েছেন। তবে তিনি কী ধরনের ওষুধ খেয়েছিলেন সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তাকে পুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার দেহ উত্তর প্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও অভিনেত্রীর পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
advertisement
3/11
পুনমের দেহরক্ষীও তাঁর মৃত্যুর খবরে হতবাক। তিনি বলেন, 'ম্যাডাম এ নিয়ে কখনও আলোচনা করেননি। আমিও অবাক। উত্তরপ্রদেশে তাঁর বাড়ি তালাবদ্ধ। একবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু এখন কেউ ফোন ধরছে না।'
advertisement
4/11
এরপরেই ফ্যাশন এবং চলচ্চিত্র সমালোচক উমায়ের সান্ধু একটি টুইট করেন। লেখেন, পুনম বেঁচে আছেন এবং তিনি তার মৃত্যুর খবর উপভোগ করছেন। উমাইর তাঁর টুইটে আরও দাবি করেছেন যে তিনি পুনমের কাজিনের সঙ্গে কথা বলেছেন। এটি পুনমের একটি প্রচার স্টান্ট।
advertisement
5/11
এক নেটিজেন উমাইরকে প্রশ্ন করেন তিনি নিশ্চিত কিনা? অন্য একজন লিখেছেন, “এ থেকে তাঁরা কী লাভ করবেন? যদি সে মরে না থাকে, তাঁকে গ্রেফতার করা উচিত।” মানুষ এখনও বিভ্রান্ত। পুনম পান্ডে সম্পর্কিত কোনও আপডেট এখনও প্রকাশিত হয়নি।
advertisement
6/11
মুম্বই থেকে কানপুর পর্যন্ত নেই তাঁর মারা যাওয়ার কোনও চিহ্ন। ২৯ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে,তার তিনদিনের মাথায় এই খবর প্রশ্ন তুলছে।
advertisement
7/11
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তাঁর জনসংযোগ টিম জানালেও কখন এবং কোথায় পুনম মারা গেছেন সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না।তাঁর ম্যানেজার বলেছেন যে তিনি কানপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
advertisement
8/11
কোন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি? কেন তিনি এখন পর্যন্ত তার অসুস্থতার বিষয়ে কিছু জানাননি? পরিবার এখনও প্রতিক্রিয়া জানায়নি কেন? কানপুরে যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে সেখানে অবস্থিত তিনটি ক্যানসার হাসপাতালের একটিতেও ভর্তির নাম নেই কেন? পুনমকে ঘিরে প্রশ্ন একাধিক।
advertisement
9/11
সোশ্যাল মিডিয়ায় পুনম পান্ডের শেষ পোস্টটি দেখার মতো। যেখানে তাঁকে বরাবরের মতো খুব গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করতে গিয়ে 'জীবন ভারসাম্য'-এর বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে, পুনম পান্ডেকে সাদা কর্সেট ব্র্যালেট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। তিনি গোয়ার সৈকত ক্রুজ পার্টিতে অংশ নিয়েছিলেন।
advertisement
10/11
অভিনেত্রীর এই ভিডিও দেখে কেউ অনুমান করতে পারবেন না যে তিনি জরায়ুর ক্যান্সারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়ছিলেন।
advertisement
11/11
পুনম পান্ডের মৃত্যু সংক্রান্ত সব খবর সম্পূর্ণ ভুয়ো। পুনমের ইনস্টাগ্রাম পোস্টের ভিত্তিতে এই খবর করা হয়েছে। এই খবরের কোনও দায় নিউজ ১৮ বাংলার নয়। নিজেই এই খবর রটিয়েছিলেন পুনম, পরে জানিয়েছেন এটি সার্ভিকাল ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য।