TRENDING:

Pooja Bhatt: পূজা ভাটের স্বামী কে? ১১ বছর ধরে কোন কথা লুকিয়ে রেখেছেন তিনি? বড় তথ্য ফাঁস নায়িকার!

Last Updated:
Pooja Bhatt: কাকে বিয়ে করেছিলেন পূজা? প্রকাশ্যে নেই তেমন কোনও ছবিও! জানুন
advertisement
1/7
পূজা ভাটের স্বামী কে? ১১ বছর ধরে কোন কথা লুকিয়ে রেখেছেন তিনি? বড় তথ্য ফাঁস
পূজা ভাট! ৯০-এর দশকে এই নায়িকা একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আমির খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত সকলের সঙ্গেই চুটিয়ে অভিনয় করেছেন। এখন তিনি ফের অভিনয়ে ফিরেছেন। সেই সঙ্গে তিনি প্রোডিউস করছেন ছবি। Photo source collected
advertisement
2/7
কিন্তু পূজা ভাটের বিবাহিত জীবন নিয়ে অনেকেই জানেন না! কার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল? নেট মাধ্যমেও কিন্তু তাঁদের বিয়েরব তেমন কোনও ছবি নেই! Photo source collected
advertisement
3/7
তবে কী পূজা নিজের বিয়ের কথা সকলের সামনে আনতে চাননি? মহেশ ভাটের মেয়ে তিনি। বাবা মহেশের সঙ্গে তাঁর একটি চুম্বন দৃশ্য ঘোরে সোশ্যাল মাধ্যমে। যা নিয়ে অনেকে কু-মন্তব্যও করেন। তবে এ একেবারেই তেমন কিছু নয়! বাবার আদরের মেয়ে পূজা! Photo source collected
advertisement
4/7
একটি সাক্ষাৎকারে মহেশ বলেছিলেন, 'তাঁর চোখে পূজা সব থেকে সুন্দরী নারী!' তোলপাড় হয়েছিল এই মন্তব্য নিয়ে। কিন্তু পূজার স্বামীকে? তাঁরা কী এক সঙ্গে থাকেন?Photo source collected
advertisement
5/7
সম্প্রতি একটি জনপ্রিয় শোতে পূজা জানান, ২০০৩ সালে 'পাপ' ছবির শুটিং সেটে তাঁর দেখা হয় ভিডিওজকি মণীষ মাখিজার সঙ্গে! এক মাসের ডেটিং সেরেই তাঁরা বিয়ে করে নেন! এবং ১১ বছর পর ২০১৪ সালে তাঁদের ডিভোর্সও হয়ে যায়! Photo source collected
advertisement
6/7
পূজা জানান, তাঁর স্বামী খারাপ মানুষ নন। ডিভোর্সের সিদ্ধান্ত একেবারেই তাঁর নিজের। কারণ বিয়ের বেশ কিছু বছর পর পূজার মনে হতে থাকে, তিনি নিজেকে হারিয়ে ফেলছেন। নিজেকে ফের খুঁজে পেতেই ডিভোর্স হয় তাঁর। Photo source collected
advertisement
7/7
পূজা আরও বলেন, যে শুধু সংসারটাই যেন সব হয়ে উঠেছিল। তিনি যাই করুন না কেন? দিনের শেষে কী রান্না করেছেন সেটাই সবার কাছে সেরা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অ্যাওয়ার্ড পেলেও, যেন কিছুই করোনির মতো! ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছিলেন তিনি। তাই ডিভোর্সের পর খুব ভাল আছেন পূজা। কাজেও ফিরেছেন। তবে স্বামীকে একবারও খারাপ বলেননি তিনি। বরং স্বামী ভাল মানুষ এমনটাই জানিয়েছেন। Photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pooja Bhatt: পূজা ভাটের স্বামী কে? ১১ বছর ধরে কোন কথা লুকিয়ে রেখেছেন তিনি? বড় তথ্য ফাঁস নায়িকার!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল