AR Rahman Pune Concert: আঙুল উঁচিয়ে রহমানকে গান থামাতে বলা যায় না! পুলিশ আধিকারিককে তোপ সুরকার-ঘনিষ্ঠের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
AR Rahman Pune Concert: শহরের রাজা বাহাদুর মিল এলাকায় রহমানের লাইভ শো আয়োজিত হয়েছিল। মাত্র শুরু হয়েছিল ‘দিল সে’ ছবির বিখ্যাত ‘ছাইয়া ছাইয়া’ গানটি। শেষ গান ধরেছিলেন সুরকার-গায়ক।
advertisement
1/7

অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে মঞ্চ থেকে নামতে বলার নির্দেশ পুণে পুলিশের। লাইভ কনসার্টে হঠাৎ হাজির হয়ে পুলিশের এমন ব্যবহারে এবার ক্ষোভ প্রকাশ সঙ্গীতশিল্পীর ঘনিষ্ঠের।
advertisement
2/7
শহরের রাজা বাহাদুর মিল এলাকায় রহমানের লাইভ শো আয়োজিত হয়েছিল। মাত্র শুরু হয়েছিল ‘দিল সে’ ছবির বিখ্যাত ‘ছাইয়া ছাইয়া’ গানটি। শেষ গান ধরেছিলেন সুরকার-গায়ক।
advertisement
3/7
আচমকা পুলিশ হাজির হয় সেখানে। রহমানকে মঞ্চ থেকে নামতে বলেন এক আধিকারিক। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তুলকালাম সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
4/7
ঘটনা নিয়ে শোরগোল পড়তেই রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মঞ্চের নীচে দাঁড়িয়ে রহমানের গান থামিয়ে আঙুল উঁচিয়ে তাঁকে নামতে বলা হয়।
advertisement
5/7
তা নিয়ে সূত্রের বক্তব্য, ‘‘কার্ফিউ টাইম ছিল ১০টা। কিন্তু ওটিই শেষ গান ছিল। আর কয়েক মিনিটেই অনুষ্ঠান শেষ হত। কিন্তু পুলিশ সোজা মঞ্চে গিয়ে রহমানকে বন্ধ করতে বলেন। আঙুল উঁচিয়ে। আয়োজকদের সঙ্গে কথা বলা উচিত ছিল ওঁর।’’
advertisement
6/7
স্থানীয় থানার পুলিশ আধিকারিক সন্তোষ পালিত বলেন, ‘‘১০টা পেরিয়ে গিয়েছিল, তাই আমরা ওঁকে এবং বাকি শিল্পীদের অনুষ্ঠান থামাতে বলি। সবাই নির্দেশ মেনেছেন।’’
advertisement
7/7
সেই আধিকারিককেই ভিডিওতে দেখা গিয়েছিল রহমানের দিকে আঙুল তুলে কথা বলতে। নেটপাড়ায় তাঁকে নিয়ে ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে। নেটিজেনদের মতে, কথা বলেও সমাধান করা যেত।