Piya Chakraborty-Parambrata Chatterjee: ‘অনেক কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে...’ আবির-পত্নীর পোস্টে বিস্ফোরক মন্তব্য পরমব্রতর পিয়ার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Piya Chakraborty-Parambrata Chatterjee: পিয়া লিখলেন, ‘তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেক কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আজ আমি এতে উপলব্ধ হয়েছি। তোমাকে অনেক ভালবাসা, দেখা হবে।’
advertisement
1/10

সদ্য দ্বিতীয় বার সংসার পাতলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের হওয়ার পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। কিন্তু এই আনন্দের সময়ে তাঁকে সমালোচনায় বিদ্ধ করছেন নেটবাসীরা।
advertisement
2/10
তারই মাঝে কিডনি স্টোন চিকিৎসা করানোর জন্য হাসপাতাল থেকে ঘুরে এলেন পিয়া। নবদম্পতির হাসিমুখ যেন মেনে নিতে পারছেন না একাংশ।
advertisement
3/10
পরমব্রত, অনুপম, পিয়ার নাম না করে এই বিষয়ে গর্জে উঠলেন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। ক্রমাগত বডি শেমের শিকার হতে হয় তাঁকে। আবিরের স্ত্রী বলে মানতে পারেন না নেটিজেনরা।
advertisement
4/10
সমাজ সৃষ্ট সৌন্দর্যের মানদণ্ডকেই আদর্শ ধরে নিয়ে যাঁরা চলেন, তাঁদের ভ্রুকুটি সহ্য করতে হয় নন্দিনীকে। নিজের পরিস্থিতির কথা তুলে ধরে পরম-পিয়ার পাশে দাঁড়ালেন নন্দিনী।
advertisement
5/10
নন্দিনী লিখলেন, ‘আমার বিয়ে হয়েছে ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় হওয়ার অনেক আগে কাজটা সেরে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত!’
advertisement
6/10
‘কারও রেহাই নেই। কাউকে শুনতে হচ্ছে আগের কোনও সম্পর্ক নিয়ে, অথবা কাউকে বডি শেমিং করা হচ্ছে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতেই হবে। আমার ধারণা খুব সুন্দর সব নিখুঁত হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।’
advertisement
7/10
আর সেই পোস্টেই মন্তব্য করলেন সদ্যবিবাহিতা পিয়া। তাঁর লেখায় ফুটে উঠল হতাশা। লিখলেন, ‘ট্রোলিং অত্যন্ত টক্সিক। তবে একটা জিনিস তুমিও জানো, আর আমিও বুঝেছি সময়ের সঙ্গে- নিজের অন্তর্জগৎটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে- এইসব কেমন যেন ধুলোর মতো মিলিয়ে যায়।
advertisement
8/10
পিয়া লিখলেন, ‘তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেক কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আজ আমি এতে উপলব্ধ হয়েছি। তোমাকে অনেক ভালবাসা, দেখা হবে।’
advertisement
9/10
বিয়ের দু’দিন পর পিয়া সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানালেন এত ভালবাসা দেওয়ার জন্য৷ ফরাসি ভাসায় লিখলেন merci beaucoup! যার মানে ধন্যবাদ৷
advertisement
10/10
তাঁর লেখায় উঠে এসেছে যে এবার কিছুটা পরিবারের সঙ্গে সময় কাটানো দিকে মুখিয়ে রয়েছেন তিনি৷ এখন প্রশ্ন, এই ধন্যবাদ জানানোটা কি কোথাও গিয়ে ব্যঙ্গ বা হতাশা? কারণ তাঁর দিকে যে পরিমাণ আক্রমণ ধেয়ে আসছে, তা কল্পনাতীত।