TRENDING:

Bollywood Couples Wedding On V-Day: চোখ ধাঁধানো বিয়ে, সুরক্ষা বলয় ঘেরা আসর, প্রেমদিবসে ফিরে দেখা সেই বলি দম্পতিদের

Last Updated:
Bollywood Couples Wedding On V-Day: আজ এই প্রেম দিবসের শেষ বেলায় বলিউডের সেই সব জুটিদের প্রেমকে উদযাপন করা যাক, যাঁরা আজ পর্যন্ত তাঁদের প্রেমের পতাকা উড়িয়েছেন দেশজুড়ে।
advertisement
1/11
চোখ ধাঁধানো বিয়ে, সুরক্ষা বলয় ঘেরা আসর, প্রেমদিবসে ফিরে দেখা সেই বলি দম্পতিদের
পর্দার প্রেম মানেই বাস্তব নয়, তারকাদের সম্পর্ক মানেই ভঙ্গুর, তা কিন্তু মোটেও সত্যি নয়। যতই কটূক্তি ভেসে আসুক, বছরের পর বছর সংসার করে প্রেমের জয়গান গেয়েছেন, কত তারকা দম্পতি। কত কত পর্দার প্রেম যে বিয়ের পরিণতি পেয়েছে, তার ইয়ত্তা নেই। আজ এই প্রেম দিবসের শেষ বেলায় বলিউডের সেই সব জুটিদের প্রেমকে উদযাপন করা যাক, যাঁরা আজ পর্যন্ত তাঁদের প্রেমের পতাকা উড়িয়েছেন দেশজুড়ে।
advertisement
2/11
বিরাট কোহলি-অনুষ্কা শর্মা: ২০১৭ সালে ১১ ডিসেম্বরে ইতালিতে সাতপাক ঘুরেছিলেন ক্রিকেট ও বিনোদন দুনিয়ার দুই তারকা। সেই থেকে বিরাট আর অনুষ্কা হলেন বিরুষ্কা। তাঁদের কন্যা ভামিকাকে দেখার জন্য আজও মুখিয়ে রয়েছেন সারা বিশ্ব। কিন্তু নিজেদের ব্যক্তিগত পরিসরের গণ্ডি নিয়ে খুবই সচেতন তারকা দম্পতি। আজ প্রেম দিবসে তাঁদের দীর্ঘ প্রেমজীবন উদযাপন করা যাক।
advertisement
3/11
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন: ৬ বছরের প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। তাঁদেরও পছন্দের জায়গা ইতালিই। সে দেশের লোক কোমোতে ১৪ নভেম্বরে সাতপাক ঘুরেছেন। বলিউডের অন্যতম পাওয়ার কাপলের প্রেমের উদযাপন করা যাক ভ্যালেন্টাইন্স ডে-তে।
advertisement
4/11
রণবীর কাপুর-আলিয়া ভাট: ৫ বছরের প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। মুম্বইয়ে কাপুর হাউজেই বিয়ে সারেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ১৪ এপ্রিল বিয়ে হয়। তাঁর দু’মাসের মধ্যেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দেন। তাঁর অনঃসত্ত্বা হওয়া এবং কাজে বিরতি নেওয়া নিয়ে নানা ধরনের কটাক্ষ শুনতে তাঁকে। কিন্তু তার জন্য থেমে থাকেননি আলিয়া। গর্ভবতী থাকাকালীন বিভিন্ন কাজ করেছেন তিনি মন দিয়ে। গত নভেম্বর মাসে মেয়ে রাহার জন্ম দেন তারকা দম্পতি।
advertisement
5/11
ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ: প্রেম করতে দেখা যায়নি। কেবল গুঞ্জন শোনা যাচ্ছিল। হঠাৎই খবর আসে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়ের পিঁড়িতে বসবেন। নিজেদের প্রেম লুকিয়ে রেখেছিলেন সকলের কাছ থেকে। তার পর আচমকা বিয়ের পরের ছবি দিয়ে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন তাঁরা। ২০২১ সালের ৯ ডিসেম্বর প্রবল গোপনীয়তা বজায় রেখে রাজস্থানে সাতপাক ঘোরেন তাঁরা।
advertisement
6/11
কেএল রাহুল-আথিয়া শেট্টি: ২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি। ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের প্রেমের সম্পর্কের সূচনা আথিয়া শেট্টির সঙ্গে। চলতি বছর ২৩ জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের পর্ব মেটার পরেই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন তাঁরা। তার আগে পর্যন্ত কখনও নিজের প্রেমের কথা স্বীকার করেননি কেউই।
advertisement
7/11
বরুণ ধওয়ান-নাতাশা দালাল: ২০২১ সালের ২৪ জানুয়ারি মুম্বইয়েই বিয়ে করেন বরুণ ধওয়ান এবং নাতাশা দালাল। বলি তারকা বরুণ তাঁর ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন। বহু বছর নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। বরুণের কথায় জানা যায়, ছোটবেলায় ৪ বার নাতাশা নাকি তাঁর প্রেম নিবেদনে সাড়া দেননি। কিন্তু আজ বলি তারকা এবং ফ্যাশন ডিজাইনার চিরন্তন প্রেমের নজির গড়েছেন।
advertisement
8/11
রাজকুমার রাও-পত্রলেখা পাল: বঙ্গতনয়া পত্রলেখার সঙ্গে বহু বছরের প্রেম ছিল রাজকুমার রাওয়ের। চণ্ডীগড়ে বিয়ের আসর বসে ২০২১ সালের ১৫ নভেম্বর। বিয়ের আগে গত ১০ বছর ধরে সহবাস করতেন তাঁরা। বাঙালিনি পত্রলেখার লাল বেনারসির পাড়ে লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। যার চর্চা চলে গোটা বাংলা জুড়ে।
advertisement
9/11
ফারহান আখতার-শিবানী ডান্ডেকর: প্রথম বিয়ে টেকেনি ফারহান আখতারের। বিবাহ বিচ্ছেদ হওয়ার বহু বছর পর ফের ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি খান্ডালায় বিয়ে সারেন জাভেদ-পুত্র। দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে বিয়ে সারেন বলি তারকা। আংটিবদল এবং শপথ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ফারহান-শিবানী। ফারহানের প্রাক্তন স্ত্রী অধুনা ভবানী বিয়েতে উপস্থিত না থাকলেও দুই কন্যা শাকিয়া এবং আকিরা চুটিয়ে আনন্দ করেছেন।
advertisement
10/11
সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবাণী: চলতি মাসেই দিন কয়েক আগে, গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসের আকাশে বাতাসে মিশে ছিল সানাই আর প্রেমের সুর। বিয়ের পর নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন বর-কনে৷ তার পর মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখিও হন বলিউডের নবদম্পতি। প্রেম দিবসে নিজেদের গায়ে হলুদের ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের উদযাপন করলেন নবদম্পতি।
advertisement
11/11
সোনম কাপুর-আনন্দ আহুজা: ২ বছরের সম্পর্ক। তার পরেই ২০১৮ সালের ৮ মে সাতপাক ঘোরেন সোনম কাপুর এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। বিয়ে করেছেন মুম্বইয়ের বান্দ্রাতেই। দিল্লি, মুম্বই এবং লন্ডন তিন জায়গাতেই সংসার রয়েছে। এখন আর দুই নন, তাঁদের পুত্রসন্তান বায়ুর জন্মের পর তিন জনের সংসার পরিপূর্ণ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Couples Wedding On V-Day: চোখ ধাঁধানো বিয়ে, সুরক্ষা বলয় ঘেরা আসর, প্রেমদিবসে ফিরে দেখা সেই বলি দম্পতিদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল