TRENDING:

Pathaan100Cr: ১০০ কোটির রেকর্ড ছুঁল পাঠান! দুর্বার গতিতে ছুটছে শাহরুখ-দীপিকার ছবি! বিশ্বজুড়ে বক্স অফিসে বাম্পার কালেকশন...

Last Updated:
প্রজাতন্ত্র দিবসের আগের দিন বুধবার ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
advertisement
1/8
১০০ কোটির রেকর্ড ছুঁল পাঠান! দুর্বার গতিতে ছুটছে শাহরুখ-দীপিকার ছবি...
‘পাঠান’-এর হাত ধরে ৪ বছরেরও বেশি সময় ফের পর্দায় বলিউড বাদশা। প্রজাতন্ত্র দিবসের আগের দিন বুধবার ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
advertisement
2/8
নানা বিতর্ক পাশ কাটিয়ে উদ্বোধনী দিনে আয়ের রেকর্ডে সামিল হয়েছে ‘পাঠান’। প্রাথমিক হিসাবে মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি সংস্করণেই এটির বক্স অফিস কালেকশন অন্তত ৫৪ কোটি (ভারতীয় মুদ্রায়) আর বিশ্বব্যাপী কালেকশন ১০০কোটি টাকা।
advertisement
3/8
জানা যাচ্ছে, মুক্তির প্রথম দিন ৫৩-৫৫ কোটি ঘরে তুলে রেকর্ড গড়েছে ‘পাঠান’। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন তেমনই দাবি করছে। এতদিন প্রথম দিন আয়ের নিরিখে ভারতে প্রথম স্থানে ছিল যশের ‘কেজিএফ টু’।
advertisement
4/8
মুক্তির দিন মোট ৫৩.৯৫ কোটি টাকা আয় করেছিল এই সিনেমা। প্রাথমিক হিসাবে উদ্বোধনী দিনে রেকর্ড আয়কারী সিনেমাটি দারুণ ব্যবসা করতে চলেছে। মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব কম।
advertisement
5/8
বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘পাঠান ব্লকবাস্টার। স্টাইল, স্কেল, গান, অ্যাকশন, চমক... পাঠান-এ সব কিছুই রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বমহিমায় ফিরে এসেছেন শাহরুখ। নিঃসন্দেহে ২০২৩-এর প্রথম ব্লকবাস্টার পাঠান-ই।’
advertisement
6/8
বেশিরভাগ দর্শকও ‘পাঠান’ দেখে ট্যুইটারে সিনেমাটি নিয়ে ইতিবাচক রিভিউ দিচ্ছেন। ‘পাঠান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখেছেন তাদের মতে, সিনেমার প্রথম ভাগেই নাকি ‘পাঠান’ একেবারে সুপারহিট! ‘পাঠান’ সিনেমায় শাহরুখ-দীপিকা-জন ধামাকার পাশাপাশি সালমান খানের ১০ মিনিটের ক্যামিও চরিত্রেও কুপোকাত দর্শক।
advertisement
7/8
এখানেই শেষ নয় চমকের। এ সিনেমায় বলিউডের একসময়ের হার্টএব অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও উঁচুমানের অভিনেতা হিসেবে আলাদা জায়গা করে নেওয়া আশুতোষ রাণার চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকদের।
advertisement
8/8
এই সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি টাকা। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। অন্যদিকে অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pathaan100Cr: ১০০ কোটির রেকর্ড ছুঁল পাঠান! দুর্বার গতিতে ছুটছে শাহরুখ-দীপিকার ছবি! বিশ্বজুড়ে বক্স অফিসে বাম্পার কালেকশন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল