Parineeti-Raghav Wedding: পরিণীতির হাতে রাঘবের মেহেন্দি! মেগা বিয়ের কাউন্টডাউন শুরু, এলাহি আয়োজনে জমজমাট উদয়পুর, ফের বলিউড-রাজনীতির প্রেমের পরিণতি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Parineeti-Raghav Wedding: পরিণীতির মনের মানুষ রাঘব, কতখানি ভালবাসেন বলিউডের পরীকে
advertisement
1/13

ফের বলিউড ও রাজনীতির প্রেম সাফল্য পেতে চলেছে ৷ কেননা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/13
Parineeti-Raghav Wedding: আগামী ২৪ সেপ্টেম্বর চার হাত এক হতে চলেছে ৷ বিয়ের নানান রীতিনীতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ মেহেন্দির প্রথম ছবি পরিণীতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/13
গতকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ২০২৩ পরিণীতির মেহেন্দি অনুষ্ঠান ছিল ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/13
গুরুদ্বয়ারে পরিণীতির হাতে মেহেন্দি স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে ৷ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাঘব পরিণীতির বিয়ের কার্ড ভাইরাল হয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
5/13
উদয়পুরের দ্য লীলা প্যালেসে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে ৷ সূত্রের খবর পরিণীতির স্যুটের ডাইনিং রুম, যেখানে চূড়া অনুষ্ঠান হবে সেটি সম্পূর্ণ কাঁচের ৷ ফাইল ছবি ৷
advertisement
6/13
এক রাতের ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা ৷ রাঘব পরিণীতির পরিবার আলাদা হোটেলে থাকবে ৷ রাঘবের পরিবার থাকবে তাজ লেক প্যালেসে ও পরিণীতির পরিবার থাকবে হোটেল লীলায় ৷ ফাইল ছবি ৷
advertisement
7/13
২৩ সেপ্টেম্বর সকলা ১০ টায় চুড়া অনুষ্ঠিত হবে, তার আগেই কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে উদয়পুর প্যালেসকে ৷ ফাইল ছবি ৷
advertisement
8/13
সঙ্গীত সন্ধ্যায় নব্বইয়ের দশকের গান থিম সং রূপে রাখা হয়েছে ৷ ২৪ সেপ্টেম্বর অর্থা্ৎ পরের দিন রাঘবের সেহরাবন্ধী হবে ৷ ফাইল ছবি ৷
advertisement
9/13
দুপুর ২টোয় বরযাত্রী বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ৷ রাঘব নৌকায় করে হোটেলে পোঁছবেন, মেওয়ারির সংস্কৃতিকে মাথায় রেখেই নৌকা সাজানো হবে ৷ ফাইল ছবি ৷
advertisement
10/13
বিকেল ৪টেয় মালাবদল, সন্ধেয় বিদাই ও রাত সাড়ে ৮টায় রিসেপশন ও প্রীতিভোজ ৷ ফাইল ছবি ৷
advertisement
11/13
বিয়ে নিয়ে বিরাট নিরাপত্তার আয়োজন, দিল্লির এক ইভেন্ট সংস্থা পুরো বিষয়টি দেখছে ৷ কোনও ছবি বা ভিডিও কর্মীদের থেকে ফাঁস না হয় সেই বিষয়েও নজর রাখা হচ্ছে ৷ ফাইল ছবি ৷
advertisement
12/13
হোটেলের ভিতরে কর্মীদেরও স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ, ৫০টির বেশি বিলাসবহুল ট্যাক্সি ও ১২০টির বেশি গাড়ি বুক করা হয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
13/13
২২ সেপ্টেম্বর থেকেই উদয়পুরের হোটেলে আত্মীয় স্বজনেরা পৌঁছবেন ৷ হোটেলের রিসেপশন মেন্যুতে বিশেষ করে পঞ্জাবি খাবার, থাকছে ফরাসী ও ইতালিয়ান ডিশও ৷ ফাইল ছবি ৷