Parineeti-Raghav Wedding: কবে গাঁটছড়া বাঁধছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Parineeti Chopra and Raghav Chadha Wedding : বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
advertisement
1/5

বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
advertisement
2/5
অবশেষে ফাঁস হল বিয়ের দিন। চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
advertisement
3/5
সম্প্রতি, একটি সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৫ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
advertisement
4/5
সম্প্রতি এক সংবাদমধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। কিন্তু রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।
advertisement
5/5
যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির। ২০১৮ সালে, এই একই স্থানে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস গাঁটছড়া বেঁধেছিলেন।