TRENDING:

Parineeti Chopra: 'টক্সিক মানুষদের জীবন থেকে মুছে ফেলতে ভয় পাবেন না...’ পরিণীতির পোস্ট ঘিরে বাড়ছে রহস্য

Last Updated:
চিবুকের তলায় হাত রেখে বসে শান্ত জলতরঙ্গ উপভোগ করতে করতে যেন ভাবনার মধ্যেই হারিয়ে গিয়েছেন তিনি। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে এ আর রহমান, ফারাহ সিরাজ এবং অ্যানি চোয়িং দ্রোলমার ‘জরিয়া’ গানটি।
advertisement
1/9
‘টক্সিক মানুষদের জীবন থেকে মুছতে ভয় পাবেন না...’ পরিণীতির পোস্টে বাড়ছে রহস্য
বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। হার্দিক পান্ডিয়া ও নাতাশা, মালাইকা- অর্জুন, অনন্যা-আদিত্যের সম্পর্ক ভেঙেছে। ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনাও চলছে। এর মাঝে পরিণীতি চোপড়ার পোস্ট ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে।
advertisement
2/9
বরাবরই এই সম্পর্ক নিয়ে বেশ খোলামেলাই ছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এ-ও জানিয়েছিলেন যে, আলাপ হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই জেনে গিয়েছিলেন যে, রাঘবের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন তিনি।
advertisement
3/9
সদ‍্যই মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত ‘চমকিলা’। এই ছবিতে পরিণীতির সঙ্গেই দেখা গিয়েছে দিলজিত্‍ দোসাঞ্জকে। চমকিলার পরিচালক ইমতিয়াজ আলি। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন অভিনেত্রী।
advertisement
4/9
গানের জগতেও বেশ খ্যাতি অর্জন করেছেন পরিণীতি। তাঁর কনসার্ট হয়েছে মুম্বইতে। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, শ্রুতি হাসান থেকে শুরু করে আলিয়া ভাট, ইন্ডাস্ট্রিতে এমন অনেক সুন্দরী আছেন যারা অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে, পরিণীতি একেবারে গায়িকাদের মতোই স্টেজে পারফর্ম করেছিলেন। ফলে সকলেই বুঝতে পেরেছে অভিনেত্রী এবার গায়িকা হওয়ার দিকে এগোচ্ছেন।
advertisement
5/9
গত বছর সেপ্টেম্বর মাসে আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর দাম্পত্য জীবন বেশ সুখী বলেই মনে হয় দর্শকদের। এর মাঝে পরিণীতি চোপড়ার ইনস্টাগ্রাম পোস্ট দর্শকদের মনে উদ্বেগ জাগিয়েছে।
advertisement
6/9
নিজের একটি ভিডিয়ো পোস্ট করে তার ক্যাপশনে পরিণীতি লিখেছেন, “এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভাল করে দেখছি। বুঝছি, অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। এর জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না।'
advertisement
7/9
'সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কী ভাবে কাটাবেন, তা আপনার উপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁছে নিন। বিষাক্ত মানুষদের ছেঁটে ফেলতে ভয় পাবেন না। অন্যেরা কী ভাবছেন, তা নিয়ে ভাবা বন্ধ করুন। জীবনে সময় সীমিত। তাই নিজে যেমন চান, সেভাবেই বাঁচুন।'
advertisement
8/9
একটি বোটে বসে রয়েছেন তিনি। মুখে মেক-আপের লেশমাত্র নেই। আর চিবুকের তলায় হাত রেখে বসে শান্ত জলতরঙ্গ উপভোগ করতে করতে যেন ভাবনার মধ্যেই হারিয়ে গিয়েছেন তিনি। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে এ আর রহমান, ফারাহ সিরাজ এবং অ্যানি চোয়িং দ্রোলমার ‘জরিয়া’ গানটি।
advertisement
9/9
তাঁর পোস্টে একাধিক কমেন্ট করেছেন ভক্তেরা। তাঁর কুশল সংবাদ জানতে চেয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parineeti Chopra: 'টক্সিক মানুষদের জীবন থেকে মুছে ফেলতে ভয় পাবেন না...’ পরিণীতির পোস্ট ঘিরে বাড়ছে রহস্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল