Parineeti Chopra-Raghav Chadha Wedding: শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান, রাঘব-পরিণীতির সঙ্গীতের প্রথম ছবি প্রকাশ্যে... কী পরলেন অভিনেত্রী? না দেখলেই মিস্
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Parineeti Chopra-Raghav Chadha Wedding: জানা গিয়েছে, পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস অভিনেত্রীর বিশেষ দিনে সামিল থাকতে পারবেন না। তবে বলিউড এবং রাজনৈতিক মহলের অনেকেই রয়েছেন অতিথি তালিকায়।
advertisement
1/5

গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিনীতি চোপড়া। এ বার সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিনীতি। আজ ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে বিলাসবহূল লীলা প্যালেসে বসবে বিয়ের আসর।
advertisement
2/5
তাঁদের বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলিউডের বহু সেলিব্রিটির আসবেন বলা আশা করা যাচ্ছে। ইতিমধ্যে এসে গিয়েছেন সানিয়া মির্জা, মনীশ মালহোত্রার মতো সেলিব্রিটিরা।
advertisement
3/5
২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তার পরে থাকছে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি। সেই দিনই হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি'।
advertisement
4/5
সিক্যুইন কাজ করা রুপোলি জমকালো ল্যাহেঙ্গায় সেজেছেন পরিণীতি। সঙ্গে মানানসই গয়না এবং স্লিক হেয়ারস্টাইল। অন্যদিকে রাঘব চাড্ডা পরেছিলেন কালো ব্লেজার। সাড়ে তিনটে নাগাদ জয়মালা বদল, সাতপাক ঘোরা হবে ৪টে নাগাদ, কনে বিদাই হবে ছ'টা নাগাদ।
advertisement
5/5
জানা গিয়েছে, পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস অভিনেত্রীর বিশেষ দিনে সামিল থাকতে পারবেন না।