Parineeti Chopra-Raghav Chadha Wedding: পরিণীতির ভাগ্যে কী অপেক্ষা করছে জানেন? বিয়ের পর ভবিষ্যদ্বাণী জানিয়ে দিলেন সেলিব্রিটি জ্যোতিষী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Parineeti Chopra-Raghav Chadha Wedding: রাঘবের সঙ্গে বিয়ের পর কী অপেক্ষা করছে পরিণীতির সঙ্গে এবার ভবিষ্যদ্বাণী করে তা জানিয়ে দিলেন সেলিব্রিটি জ্যোতিষী৷
advertisement
1/7

বলিউডে এখন রাজকীয় বিয়ের রেশ চলছে৷ ২৪ সেপ্টেম্বর উদয়পুরে জমকালো বিয়ের আসর বসেছিল৷ রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া৷
advertisement
2/7
পরিণীতির বিয়ের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ রাঘবের সঙ্গে বিয়ের পর কী অপেক্ষা করছে পরিণীতির সঙ্গে এবার ভবিষ্যদ্বাণী করে তা জানিয়ে দিলেন সেলিব্রিটি জ্যোতিষী পর্দুমন সুরি৷
advertisement
3/7
সেলিব্রিটি জ্যোতিষী জানিয়েছেন, রাহু এবং কেতু পরিণীতি এবং রাঘব উভয়ের চার্টকে গ্রাস করেছে, খ্যাতি, সাফল্য এবং ব্যক্তিগত পরিপূর্ণতার একটি প্রতিশ্রুতিশীল পথের মঞ্চ তৈরি করেছে।
advertisement
4/7
তিনি আরও জানিয়েছেন, পরিণীতি এবং রাঘব এই মহাজাগতিক যাত্রায় একে অপরের শক্তি এবং দুর্বলতাগুলিকে পরিপূরক করার জন্য প্রস্তুত, তাদের মধ্যে জড়িত জীবনে ভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।
advertisement
5/7
সেলিব্রিটি জ্যোতিষী বলেছেন, দশম ঘরে পরিণীতির সূর্য তাঁর ভাগ্যে বিবাহোত্তর বৃদ্ধির ইঙ্গিত দেয়, তবুও পারস্পরিক বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতা তাদের ভাগ করা সুখের চাবিকাঠি হবে। কাজের ক্ষেত্রেও ভবিষ্যত উজ্জ্বল হবে দু'জনের৷
advertisement
6/7
বিয়ের মাস কয়েক আগে এক সাক্ষাৎকার অভিনেত্রী বলেছিলেন, তিনি নিজেই জ্যোতিষী৷ শুধু তাই নয়,নিজের করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে৷ চার বছর আগে যেটা জানিয়েছিলেন এই সময়ের মধ্যেই বিয়ে করবেন সেটাই সত্যি হল৷
advertisement
7/7
সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, চার বছরের মধ্যে এমন একজনকে বিয়ে করব, যার সঙ্গে সারা জীবন কাটাতে পারব৷ তবে যতক্ষণ না তেমন কাউকে পাচ্ছি,বিয়ে করব না৷ তবে শেষ পর্যন্ত রাজনীতিবিদের গলাতেই মালাটা পরালেন অভিনেত্রী৷