Parineeti-Raghav Engagement: শ্যালিকা পরিণীতির বাগদানে অনুপস্থিত নিক! অন্যদিকে দেশে পা রেখেই বেজায় চটলেন প্রিয়াঙ্কা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
উপস্থিত থাকবেন দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। অভিনেত্রীকে লন্ডন বিমানবন্দরে দেখা গিয়েছিল। অনুষ্ঠানের জন্য নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন প্রিয়াঙ্কা।
advertisement
1/8

কিছুদিন আগেই শোনা গিয়েছিল ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। আজ বিকেলেই আংটি বদল হবে পরিণীতি-রাঘবের। সেজে উঠেছে কনট প্লেসের কাপুরথালা হাউস।
advertisement
2/8
শিখ রীতি অনুযায়ী হবে অনুষ্ঠান। শুরু হবে বিকেল ৫টা থেকে। পরিণীতির বাগদানে বসবে চাঁদের হাট। বলিউডের নানা তারকা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী পর্যন্ত উপস্থিত থাকবেন।
advertisement
3/8
উপস্থিত থাকবেন দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। অভিনেত্রীকে লন্ডন বিমানবন্দরে দেখা গিয়েছিল। অনুষ্ঠানের জন্য নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন প্রিয়াঙ্কা।
advertisement
4/8
তবে তাঁর সঙ্গে নিক জোনাসকে দেখা যায়নি। ফলে বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানে আসতে পারছেন না নিক। সম্ভবত জোনাস ব্রাদার্সের নতুন অ্যালবামের জন্য নিক পরিণীতি-রাঘবের বাগদানের অনুষ্ঠানে থাকতে পারছেন না।
advertisement
5/8
নিক এবং তার সহযোগী জোনাস ব্রাদার্স ব্যান্ড সদস্য, কেভিন জোনাস এবং জো জোনাস তাদের নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। নতুন রিলিজ উদযাপন করার পাশাপাশি, তাদের শুক্রবার একটি টুডে কনসার্টের হোস্ট করতে এবং একটি সাক্ষাত্কারেরও দেখা গিয়েছে। সম্ভবত নিক তাঁর নতুন অ্যালবমের প্রচারে ব্যস্ত থাকবেন।
advertisement
6/8
পরিবারের জন্য চমক হিসেবে প্রিয়াঙ্কা মেয়ে মালতীকে নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে অনেকেই ধারণা। তবে দেশের মাটিতে পা রেখেই বিরক্ত অভিনেত্রী।
advertisement
7/8
প্রিয়াঙ্কা সঙ্গে ছবি তোলার চেষ্টায় দুইজন লোক অভিনেত্রীর নিরাপত্তা ভঙ্গ করে। তাঁর দিকে এগিয়ে যায় সেলফির জন্য। এইসব দেখে খুবই বিরক্ত প্রকাশ করেন তিনি। তারপরই অবশ্য তাঁর নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। আজ সকালে দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
advertisement
8/8
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া পরিণীতি এবং রাঘবকে তার শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তিনি বলেছেন “আমি পরিণীতি এবং রাঘবের জন্য খুব খুশি। তাঁদের আশীর্বাদ করি। "