TRENDING:

Super Flop Bollywood Actress: সুপারস্টার বাবা-মায়ের চূড়ান্ত ফ্লপ মেয়ে, অভিনয়ের কেরিয়ার ডোবার আগেই বিয়ে হিট হিরোকে! আর ফেরেননি ক্যামেরার সামনে

Last Updated:
বিয়ের পর আর কোনও দিনই ক্যামেরার সামনে আসেননি৷
advertisement
1/6
সুপারস্টার বাবা-মায়ের চূড়ান্ত ফ্লপ মেয়ে,কেরিয়ার ডোবার আগেই বিয়ে হিট হিরোকে!
ছোট থেকে বড় হওয়া গ্ল্যামার দুনিয়াকে ঘিরে৷ বাবা-মা দু’জনেই ছিলেন চূড়ান্ত সফল বলিউড তারকা৷ তাঁদের দেখেই কম বয়সে ক্যামেরার সামন আসার সিদ্ধান্ত নেন তাঁদের মেয়ে৷ তবে তিনি হলেন একেবারেই ফ্লপ!
advertisement
2/6
বলিউডের সঙ্গে তাঁর ছিল নিবিড় যোগাযোগ৷ ফলে তাঁর উপরও এর প্রভাব পড়েছিল৷ ১৯৯৫-এ বরসাত ছবিতে ববি দেওলের সঙ্গে আত্মপ্রকাশ করেন টুইঙ্কল। প্রথম ছবি বক্স অফিসে সফল হয়েছিল। হিট হওয়ার পর, টুইঙ্কল ধীরে ধীরে এগোতে থাকেন এই জগতে। বারসাতের পর টুইঙ্কল খান্না 'জান' ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল।
advertisement
3/6
এরপর থেকে বদলে যায় টুইঙ্কলের ভাগ্য৷ 'দিল তেরা দিওয়ানা', 'উফ মেরি মহব্বত','জুলমি' এবং 'বাদশা'-এর মতো ছবিতে অভিনয় করেন
advertisement
4/6
তাঁর একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে থাকে। আমির খানের সঙ্গে 'মেলা' ছবিতে ছিলেন টুইঙ্কল খান্না। এই সময়ে বলিউডের হিট নায়ক অক্ষয় কুমার-এর প্রেমে পড়েন তিনি। দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয়। টুইঙ্কল খান্না সিদ্ধান্ত নিয়েছিলেন যে মেলা হিট হলে তিনি অভিনয় জগতে থেকে যাবেন, না হলে একেবারেই বলিউড থেকে বিদায় নেবেন তিনি।
advertisement
5/6
মেলা ফ্লপ হতে তিনি বিয়ের করে সংসার করার সিদ্ধান্ত নেন৷ অক্ষয় কুমারকে বিয়ে করেন তিনি।
advertisement
6/6
১৭ জানুয়ারি ২০০১ সালে অক্ষয় কুমারকে বিয়ে করেন। বলিউডের দিকে আর ফিরে তাকাতে হয়নি টুইঙ্কেলকে। টুইঙ্কেল খান্না এখন লেখক হয়েছেন এবং তাঁর বইও প্রকাশিত হয়েছে যা প্রসংশা কুড়িয়েছে সর্বত্র।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Super Flop Bollywood Actress: সুপারস্টার বাবা-মায়ের চূড়ান্ত ফ্লপ মেয়ে, অভিনয়ের কেরিয়ার ডোবার আগেই বিয়ে হিট হিরোকে! আর ফেরেননি ক্যামেরার সামনে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল