Parambrata Chatterjee: জামাইষষ্ঠীতে বাবা হয়েছেন পরমব্রত... পরের দিনই পোস্ট করলেন সন্তানের ছবি! শুভেচ্ছায় ভরালেন অনুরাগীরা...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
২০২৩-এর ২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজ কর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তী। ঘরোয়া, চাকচিক্যহীন অনুষ্ঠান করেই ঘর বেঁধেছিলেন তাঁরা। কথা ছিল, জুনে আসবে তাঁদের সন্তান, হলও তাই। জামাইষষ্ঠীতেই বাবা হলেন পরম।
advertisement
1/6

২০২৩-এর ২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজ কর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তী। ঘরোয়া, চাকচিক্যহীন অনুষ্ঠান করেই ঘর বেঁধেছিলেন তাঁরা। কথা ছিল, জুনে আসবে তাঁদের সন্তান, হলও তাই। জামাইষষ্ঠীতেই বাবা হলেন পরম।
advertisement
2/6
২ জুন সকালে একটি মিষ্টি পোস্ট করতে দেখা যায় পরমব্রতকে। শিশুর দুটি ছোট্ট পা। আর তা আগলে রেখেছেন শিশুর বাবা-মা।
advertisement
3/6
সেখানে লেখা, 'আমাদের হৃদয় পূর্ণ হল, সঙ্গে আমাদের হাতও। পৃথিবীতে তোমায় স্বাগত, জুনিয়র!'
advertisement
4/6
দিন কয়েক আগে মাতৃত্বকালীন ছুটির আগে সহকর্মীরা সাধ খাইয়েছিলেন পিয়াকে। স্বামী পরমও কাজের মাঝেই যত্ন নিচ্ছিলেন গর্ভবতী স্ত্রীর।
advertisement
5/6
গত ফেব্রুয়ারিতে নেটমাধ্যমে সন্তান আসার খবর জানিয়েছিলেন তারকা-দম্পতি। জানিয়েছিলেন চলতি বছরেই আসতে চলেছে সন্তান।
advertisement
6/6
নতুন সদস্যের আগমনের কথা জানতে পেরেই শুভেচ্ছাবার্তা পাঠান পিয়ার সহকর্মী রত্নাবলী রায়। পরমব্রতর বন্ধু রাইমা সেন, জোজো প্রমুখেরা।