Parambrata Chatterjee-Piya Chakraborty Marriage: পরমব্রতের সঙ্গে বিয়ে করছেন প্রাক্তন স্ত্রী, এবার অনুপমের 'বিশেষ বান্ধবীর' পোস্ট ঘিরে জল্পনা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে৷ অনুপম রায়ের সঙ্গে শিল্পী প্রশ্মিতার বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে বলে জল্পনা
advertisement
1/8

কলকাতা বিয়ে করছেন পরমব্রত-পিয়া৷ রবিবার মাঝরাতে এই খবর চাউর হয়ে যায়৷ আর সেই খবর সামনে আসতেই তোলপাড় টলিপাড়া৷ পরমব্রত বিয়ে করছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে৷ ২০১৫ সালের ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন অনুপম রায় ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তী। অনুপমের মতো পিয়াও একজন সংগীতশিল্পী। একসঙ্গে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছিল তাঁদের।
advertisement
2/8
২০২১ সালের নভেম্বরে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম ও পিয়া। এরপর থেকে কানাঘুঁষো শোনা যাচ্ছিল পরমব্রত-পিয়ার বন্ধুত্বের কথা৷ এবার সেই সম্পর্কে শিলমোহর পড়তে চলেছে৷ অবশেষে পরমব্রতর আইবুড়ো নাম ঘুঁচতে চলেছে৷ টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন মোস্ট এলিজেবেল বেচেলার৷ এবার পিয়াকে বিয়ে করে ব্যক্তিগত জীবনে থিতু হবেন পরমব্রত৷
advertisement
3/8
পরমব্রত-বিয়ের খবরের পরপরই সকলের নজর যায় অনুপমের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে৷ প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরে কিছু ইঙ্গিতবাহী প্রতিক্রিয়া অপেক্ষায় থাকেন নেটিজেনরা৷ অনুপমের একটি শো ছিল নবদ্বীপে৷ সেই শোয়ের ছবি তিনি পোস্ট করেন এবং তিনি লেখেন "ধন্যবাদ নবদ্বীপ। সেই রাত ভোলবার নয়। আবার দেখা হবে।"
advertisement
4/8
যদিও এই লেখা পুরোপুরি শোকে কেন্দ্র করে, তবুও অনেকেই তাঁর লেখা সেই রাত ভোলার নয়-এর মধ্যে কোনও ইঙ্গিত খোঁজার চেষ্টা করছেন৷ এছাড়াও তাঁর ইনস্ট্রাগ্রাম স্টোরিতে তিনি শেয়ার করেছে শহর কলকাতার ছবি এবং সেখানে লেখা... এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া৷ আপাতত কলকাতা থেকে অনেক দূর, দেশের বাইরে রয়েছেন অনুপম রায়৷
advertisement
5/8
অন্যদিকে অনুপমের সঙ্গে নাম জড়িয়েছে আরও এক সঙ্গীতশিল্পীর৷ নাম প্রশ্মিতা পাল৷ খুবই জনপ্রিয় প্রশ্মিতা৷ টলিউডে জোর গুঞ্জন গায়িকা প্রশ্মিতা পালের প্রেমে পড়েছেন অনুপম রায়। রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। ‘শুধু তোমারই জন্য’, ‘কন্ঠ’, ‘পোস্ত’ সহ একাধিক ছবির গান গেয়েছেন প্রশ্মিতা। প্রশ্মিতা অনুপমের সুরে গান গেয়েছেন। হাইওয়ে ছবিতে অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রশ্মিতা। কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে।
advertisement
6/8
এছাড়াও দুজনেই বাংলা গানের জগতের পরিচিত নাম, তাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব হওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। অনুপমের মতোই প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপাতত সিঙ্গল। তাই তাঁদের এই ঘনিষ্ঠতা দেখে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন সেই বন্ধু্ত্ব কিছুটা হলেও এগিয়েছে সম্পর্কের দিকে।
advertisement
7/8
পরম-পিয়ার বিয়ের খবর সামনে আসতে, প্রশ্মিতার সোশ্যাল প্রোফাইলেও নজর যায় সকলের৷ শেষ পোস্টে তিনি লিখেছেন শো রেডি! ২৬ নভেম্বর অর্থাৎ রবিবার একটি শো ছিল তাঁর৷ মঞ্চে উপস্থিত হওয়ার আগে তিনি নিজের একটি ছবি দেন৷ এবং সেই শোয়ের কথাই পোস্টে উল্লেখ করেছেন প্রশ্মিতা৷
advertisement
8/8
পরমব্রত প্রতিষ্ঠিত অভিনেতা, পরিচালক৷ পিয়া গায়িকা, এবং মানসিক সুস্থতা বিশেষজ্ঞ৷ দু’জনকেই দেখা যায় সামাজিক নানা কাজে যুক্ত হতে৷ তাঁদের নতুন জীবন সুন্দর হোক৷ এই কামনা রইল৷