Parambrata Chatterjee- Piya Chakraborty: 'বসন্ত এসে গেছে!' লাল মাটির পথে পরম-পিয়া, স্বামীর সঙ্গে আদুরে ছবি দিয়ে লিখলেন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee- Piya Chakraborty: শীত ফুরিয়ে বসন্ত আসতেই তাঁদের পথ মিশেছে পুরুলিয়ায়। বসন্ত, প্রেম আর পলাশে নিমগ্ন হয়েছেন পিয়া আর পরমব্রত।
advertisement
1/7

তাঁদের বিয়েটাই ছিল একটা বড় চমক। বিয়ের আগের দিন পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেনি পরম-পিয়া।
advertisement
2/7
২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজ কর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তী।
advertisement
3/7
টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের বিয়ে হয়েছিল পিয়া চক্রবর্তীর সঙ্গে। কিন্তু ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। গত বছর ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। আর ২ মার্চ টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন অনুপম। ফলে তাঁদের নিয়ে কটাক্ষ আর গসিপের অন্ত নেই। এ বিষয়ে খুব একটা কান কেউই দেননি।
advertisement
4/7
বিয়ে সেরেই আয়ারল্যান্ডে গিয়েছিলেন পরমব্রত-পিয়া। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছিলেন দুজনে।
advertisement
5/7
এরপর তাঁরা টুক করে ঘুরে আসেন শৈলশহরে। আর শীত ফুরিয়ে বসন্ত আসতেই তাঁদের পথ মিশেছে পুরুলিয়ায়। বসন্ত, প্রেম আর পলাশে নিমগ্ন হয়েছেন পিয়া আর পরমব্রত।
advertisement
6/7
ছবিতে পিয়া পরেছেন প্রিন্টেট কুর্তা আর লেগিংস। পরমের পরনে প্রিন্টেট হাফ শার্ট। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘পরিবারের সঙ্গে উইকেন্ড ট্রিপ’।
advertisement
7/7
গান বাজছে 'ও পলাশ, ও শিমূল'। পিয়ার গলায় পলাশের মালা। বাস্তবিকই, 'বসন্ত এসে গেছে'।