Parambrata Chattopadhya and Piya Chakraborty party: ক্রিসমাস ইভে পরম-পিয়ার বাড়িতে জমাটি পার্টি, শাখা পলা-সিদুঁর নয়, আধুনিক নীল ড্রেসেই নজর কাড়লেন সদ্য বিবাহিত পরম ঘরণী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee-Piya Chakraborty: পিয়া ছিলেন একেবারেই আধুনিক লুকে৷ মিঁঞা-বিবিকে দারুণ লাগছিল৷
advertisement
1/14

বিয়ে করেছেন ২৭-এ নভেম্বর৷ প্রায় ১ মাস পর ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে এক সুন্দর সধ্যা কাটালেন পরম-পিয়া৷ এটাই ছিল তাঁদের বিয়ের পার্টি যেখানে কর্মক্ষেত্রের সব বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন নব দম্পতি৷
advertisement
2/14
পরমব্রতর বাড়িতেই বসেছিল এই আসর৷ রাতের পার্টিতে যেন ছিল চাঁদের হাট৷ গোটা ইন্ডাস্ট্রিই যেন উপস্থিত ছিল সেখানে৷
advertisement
3/14
পরমব্রত-পিয়া দু’জনে অবশ্য ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷
advertisement
4/14
পরমের পরনে ছিল কোট-প্যান্ট৷ এবং পিয়া পরেছিলেন নীল ড্রেস৷ খুবই সুন্দর লাগছিল দু’জনকে৷
advertisement
5/14
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মুনমুন সেন, অরিন্দম শীল, অনিরুদ্ধ রায়চৌধুরী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে৷
advertisement
6/14
সস্ত্রীক হাজির ছিলেন আবীর চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়৷
advertisement
7/14
রুদ্রনীল ঘোষের সঙ্গে পরমের বন্ধুত্ব নিয়ে অনেক চর্চা হয়েছে৷ তাঁদের কখনও ভাব বা কখনও ঝগড়া নিয়ে সরগরম থাকে ইন্ডাস্ট্রি৷ সেই রুদ্র ছিলেন পার্টি আলো করে৷ এবং একটা প্রশ্নই তাঁকে করা হচ্ছিল যে তিনি কবে বিয়ে করছেন?
advertisement
8/14
এছাড়া দেখা মিলল টলিউডের সদ্য বিবাহিত সন্দীপ্তার৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়৷
advertisement
9/14
ছিলেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, নিসপাল সিং৷
advertisement
10/14
দেখা মিলল গৌরব-ঋদ্ধিমারও
advertisement
11/14
পরমব্রত পিয়ার বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ অনুপম রায়ের সঙ্গে পিয়ার বিয়ে এবং ডিভোর্স৷ তারপর পরমের সঙ্গে পিয়ার প্রেম এবং বিয়ে৷ খুবই গোপনে বিয়ে সারেন তাঁরা৷ বিয়ের সময় উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছে মানুষরা৷
advertisement
12/14
যদিও বিয়ের পরদিন দুপুরেই ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তাঁর কিডনিতে দিনকয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তাঁর।
advertisement
13/14
কয়েকদিনেই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে যান অনুপম রায়ের প্রাক্তন ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী, সমাজকর্মী-গায়িকা পিয়া।
advertisement
14/14
তারপর সমস্ত বিতর্ক-সমালোচনা থেকে কোটি-হস্ত দূরে নিজেদের প্রেম-জীবন উদযাপন করছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিদেশে ছোট করে হানিমুনও সেরেছেন তাঁরা।