Parambrata Ex Ike: ‘একমাত্র ইকার সঙ্গে লিভ-ইন করেছিলাম’, প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে পিয়া? সত্য জানালেন পরমব্রত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Parambrata Ex Ike: প্রশ্ন ওঠে, পরমব্রতর প্রাক্তন প্রেমিকাকে নিয়ে। নিন্দকদের মনে প্রশ্ন জাগে, তবে কি পিয়ার জন্যই পরমব্রতর সঙ্গে বিদেশি প্রেমিকার বিচ্ছেদ হয়েছিল?
advertisement
1/8

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। নতুন দাম্পত্যে পা রেখেছেন তাঁরা। শুরু হয়েছে সংসার। বড় সুসময়। কিন্তু মুশকিল হল, তাঁরা খ্যাতনামী। আর তাই সর্বক্ষণ যেন আতসকাচের তলায়।
advertisement
2/8
গত ২৭ নভেম্বর বিয়ে করেছিলেন নায়ক এবং সমাজসেবী-গায়িকা। পিয়ার সঙ্গে দু’বছর আগে অনুপম রায়ের বিবাহবিচ্ছেদ হয়। তার পর হঠাৎ গায়কেরই বন্ধুর সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রীর বিয়ে দেখে চমকে গিয়েছিলেন অনেকে।
advertisement
3/8
তারপর শুরু হল সমালোচনার ঝড়। অন্যদিকে প্রশ্ন ওঠে পরমব্রতর প্রাক্তন প্রেমিকাকে নিয়ে। নিন্দকদের মনে প্রশ্ন জাগে, তবে কি পিয়ার জন্যই পরমব্রতর সঙ্গে বিদেশি প্রেমিকার বিচ্ছেদ হয়েছিল?
advertisement
4/8
সম্প্রতি একটি পত্রিকায় পরমব্রত এই প্রশ্নের উত্তর দিয়েছেন। পরমব্রতর স্পষ্ট জানিয়েছেন, তাঁর এবং ইকার সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে কারও হাত ছিল না। তৃতীয় ব্যক্তি ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় কে কী লিখছে, সেই বিষয়ে পরমব্রত একেবারেই ভাবিত নন।
advertisement
5/8
পরমব্রত জানান, তিনি যদি কখনও কারও সঙ্গে সহবাস করে থাকেন, তিনি কেবল ইকা। বিদেশি প্রেমিকার সঙ্গে তাঁর বিয়ের কথাও শোনা গিয়েছিল। কিন্তু দশ বছরের সেই সম্পর্ক ভেঙে যায় ২০২০ সালের কোভিড অতিমারির লকডাউনের সময়ে।
advertisement
6/8
সেই সময়ে পিয়া কোনও ভাবেই তাঁর জীবনে ছিলেন না। কোভিডের সময়ে পরমব্রত এবং ইকার মধ্যে দূরত্ব তৈরি হয়। নেদারল্যান্ডের ডাক্তার ইকা এদেশে মানিয়ে নিতে পারবে কিনা, সেই নিয়ে ধন্দ দেখা দেয়।
advertisement
7/8
ইকা নেদারল্যান্ডে লকডাউনে আটকে পড়েছিলেন। পরমব্রত নিজের দেশে। ফলে দূরত্ব বাড়তে থাকে। দেখাও হয় না। বিচ্ছেদ হয় এর পরেই। একইসঙ্গে পরমব্রত জানান, পিয়ার সম্পর্ক ভাঙার নেপথ্যেও তৃতীয় কোনও ব্যক্তি ছিলেন না।
advertisement
8/8
সূত্রের খবর, এই মুহূর্তে মধুচন্দ্রিমা কাটিয়ে দেশে ফিরেছেন পরমব্রত এবং পিয়া। নতুন করে পথচলা শুরু। আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য তারকা দম্পতি একটি রিসেপশনের আয়োজন করতে পারেন।