TRENDING:

Pankaj Tripathi: অটল বিহারীর বায়োপিক শ্যুটে ৬০ দিন খিচুড়ি খেয়ে পঙ্কজ! কেন এই সিদ্ধান্ত? চমকে যাবেন শুনে!

Last Updated:
Pankaj Tripathi: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ। রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হুঁ’-র কাজ চলছে জোর কদমে। আর সেই শ্যুটিংয়েরই মনকাড়া গল্প নিয়ে হাজির হলেন অভিনেতা।
advertisement
1/7
অটলের বায়োপিক শ্যুটে ৬০ দিন খিচুড়ি খেয়ে পঙ্কজ! কেন এই সিদ্ধান্ত? চমকে যাবেন!
জাতীয় পুরস্কারজয়ী। গোটা দেশে প্রশংসিত। তাও পা দু’টি কিন্তু মাটিতেই। গ্রামের বাড়িতে গিয়ে উনুনে রান্না করতেও দ্বিধাবোধ হয় না। এমনই মাটির মানুষ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন ইতিমধ্যেই।
advertisement
2/7
এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ। রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হুঁ’-র কাজ চলছে জোর কদমে। আর সেই শ্যুটিংয়েরই মনকাড়া গল্প নিয়ে হাজির হলেন উচ্চ প্রশংসিত অভিনেতা।
advertisement
3/7
খিচুড়ি খেয়ে সারাদিন কাটিয়েছেন পঙ্কজ। অটল বিহারীর চরিত্রটি আরও ভাল করে আত্মস্থ করার জন্য এই সিদ্ধান্ত অভিনেতার। পঙ্কজের কথায়, ‘‘অটল-এ আমি মোট ৬০ দিন শ্যুট করেছি। আর ওই ৬০টি দিন কেবল খিচুড়ি খেয়ে থেকেছি। আর সেটা নিজেই রান্না করেছি।’’
advertisement
4/7
‘‘অন্য কেউ বানালে বা রেস্তরাঁ থেকে আনালে তাতে উপাদান কী দেবে না দেবে, তা তো জানা যায় না। আমি একদম তেল বা মশলা কিছু দিইনি। শুধু ডাল, চাল আর যেখানে যখন যা সব্জি পাওয়া যায়, সেটা দিয়েই করি।’’
advertisement
5/7
যখন বয়স কম ছিল, তখন অত ভাবতে হত না কী খাচ্ছেন, না খাচ্ছেন। কেবল সিঙাড়া খেয়ে শ্যুট করতে পারতেন। এখন তো তাঁর মনেও পড়ে না, কবে শেষ সিঙাড়া খেয়েছেন। এখন শরীর স্বাস্থ্যের কথা ভেবে একেবারে সাত্ত্বিক খান পঙ্কজ।
advertisement
6/7
অভিনেতাদের জন্য সঠিক খাওয়াদাওয়া কেন গুরুত্বপূর্ণ, জানালেন পঙ্কজ। তাঁর মতে, কেবল সুস্থ থাকার জন্য নয় বরং চরিত্রের আবেগ সঠিক ভাবে পেতেও ভাল খাওয়া দরকার।
advertisement
7/7
ত্রিপাঠী বলেন, “একজন অভিনেতা হিসাবে, আপনার পেট যদি ভাল না থাকে এবং আপনি অস্বাস্থ্যকর কিছু খান, এবং মনে করেন যে আপনি আবেগপ্রবণ হতে পারবেন, তাহলে সেটা ভুল। এ কারণে শ্যুটিংয়ের দিনে আমি শুধু খিচুড়ি খাই। মস্তিষ্ক এবং শরীরের সামঞ্জস্য তৈরির জন্য খাওয়া দরকার।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pankaj Tripathi: অটল বিহারীর বায়োপিক শ্যুটে ৬০ দিন খিচুড়ি খেয়ে পঙ্কজ! কেন এই সিদ্ধান্ত? চমকে যাবেন শুনে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল