TRENDING:

Pankaj Dheer Died: মহাভারতের কর্ণর চরিত্রে বিরাট জনপ্রিয়তা, হার মানলেন ক্যানসারের কাছে! প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর

Last Updated:
Pankaj Dheer Died: বিআর চোপড়ার 'মহাভারত'-এ কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। তাঁর পুরনো বন্ধু এবং সহকর্মী অমিত বহেল এই খবর নিশ্চিত করেছেন।
advertisement
1/9
মহাভারতের কর্ণর চরিত্রে বিরাট জনপ্রিয়তা, হার মানলেন ক্যানসারের কাছে! প্রয়াত পঙ্কজ ধীর
বিআর চোপড়ার 'মহাভারত'-এ কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। তাঁর পুরনো বন্ধু এবং সহকর্মী অমিত বহেল এই খবর নিশ্চিত করেছেন।
advertisement
2/9
সূত্রের খবর অনুযায়ী, পঙ্কজ ধীর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। দীর্ঘ বছর ধরে তাঁর ক্যানসার ছিল। মৃত্যুকালে পঙ্কজ ধীরের বয়স হয়েছিল ৬৮। মহাভারত ছাড়াও একাধিক হিন্দি জনপ্রিয় সিরিয়ালে অভিনেয় করেছেন তিনি।
advertisement
3/9
মহাভারত ধারাবাহিকে প্রথমে অর্জুন চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান পঙ্কজ। কিন্তু যখন তিনি বিআর চোপড়ার কাছে জানতে পারেন যে চিত্রনাট্যের প্রয়োজনে দাড়ি-গোঁফ কাটতে হতে পারে, তখন তিনি আপত্তি জানান। অর্জুনের চরিত্রে পঙ্কজ অভিনয় করতে চান না শুনে পরিচালক পঙ্কজকে সেট থেকে ধাক্কা দিয়ে বার করে দেন।
advertisement
4/9
কয়েক মাস পর আবার পঙ্কজের ডাক পড়ে মহাভারত-এর সেটে। কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান পঙ্কজ। নিজের মতো করে কর্ণের চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলেন পঙ্কজ।
advertisement
5/9
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ''আমাকে দর্শক এত ভালবাসা দিয়েছে যে পাঠ্যবইয়ে কর্ণের কথা উঠলে সেখানে কর্ণের সাজসজ্জায় আমার ছবি থাকে। এমনকি ভারতের দু’টি জায়গায় (হরিয়ানার কারনাল এবং ছত্তীসগঢ়ের বস্তার) যে কর্ণের মন্দির রয়েছে সেখানেও আমার শরীরী গঠনে মূর্তি তৈরি করে পুজো করা হয়।''
advertisement
6/9
বেশ কয়েকটি হিন্দি ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
7/9
তবে, কয়েক মাস আগে এটি আবার দেখা দেয় এবং তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। এর জন্য তাঁর বড় অস্ত্রোপচারও করা হয়েছিল।
advertisement
8/9
মঙ্গলবার CINTAA (সিনেমা ও টিভি শিল্পী সমিতি) থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে ধীর-এর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
advertisement
9/9
সেখানে জানানো হয়েছে, "গভীর শোক ও গভীর দুঃখের সঙ্গে, আমরা আপনাকে জানাচ্ছি যে আমাদের ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান এবং CINTAA-এর প্রাক্তন মাননীয় সাধারণ সম্পাদক, শ্রী পঙ্কজ ধীরজি, ১৪ অক্টোবর ২০২৫ তারিখে মারা গিয়েছেন। আজ বিকেল ৪:৩০ টায় পবন হংস, ভিলে পার্লে (পশ্চিম) মুম্বাইয়ের পাশে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pankaj Dheer Died: মহাভারতের কর্ণর চরিত্রে বিরাট জনপ্রিয়তা, হার মানলেন ক্যানসারের কাছে! প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল