Panchayat 2 Shooting: ঘরে ঘরে পঞ্চায়েত ২, কোথায় শ্যুটিং হয়েছে এই সিরিজ? জানলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অ্যামাজন প্রাইমে কয়েকদিন হল মুক্তি পেয়েছে পঞ্চায়েত-২। (Panchayat 2 Shooting)
advertisement
1/8

'পঞ্চায়েত' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে এখন চারিদিকে জয়জয়কার। সাধারণ জীবনের অসাধারণ গল্প নিয়ে পঞ্চায়েত ২-এর গল্প ফের একবার দর্শকের মন ছুঁয়ে নিয়েছে। এই গল্পে দেখা গিয়েছে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব। অ্যামাজন প্রাইমে কয়েকদিন হল মুক্তি পেয়েছে পঞ্চায়েত-২। (Panchayat 2 Shooting)
advertisement
2/8
প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনেও অসাধারণ অভিনয় ও গল্পের ছাপ রেখেছেন নির্মাতারা। দেশের কোথায় শ্যুটিং হয়েছে এই সিরিজ? এমন সুন্দর নির্মল গ্রাম ফুলেরাকে কোথায় খুঁজে পেলেন নির্মাতারা? দেখুন ভাইরাল ছবি, জানুন চমকে যাওয়া তথ্য।
advertisement
3/8
রিল লাইফে, এই গল্পটি উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত ফুলেরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে ঘিরে দেখানো হয়েছে। কিন্তু বাস্তব জীবনে এই সিরিজের শ্যুটিং হয়েেছ অন্য রাজ্যে, অন্য গ্রামে।
advertisement
4/8
'পঞ্চায়েত' ওয়েব সিরিজের প্রথম ও দ্বিতীয় সিজনের শ্যুটিং হয়েছে মধ্যপ্রদেশের সেহোর জেলার মহোদিয়া গ্রামে। সিহোর জেলা সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত।
advertisement
5/8
অভিনেতা জিতেন্দ্র কুমার শ্যুটিংয়ের সময় তাঁর ইনস্টাগ্রামে মাঝে মাঝেই এই গ্রামের ছবি শেয়ার করেছেন।
advertisement
6/8
মহোদিয়া গ্রামে পঞ্চায়েতের প্রথম সিজনের শ্যুটিং হয়েছিল ২০১৯ সালে। এবং দ্বিতীয় সিজন গত বছর অর্থাৎ ২০২১ সালে।
advertisement
7/8
প্রধান শিল্পী প্রধানজি রঘুবীর যাদব, উপপ্রধান ফয়সাল মালিক এবং সচিব জির সহকারী চন্দন রায় অর্থাৎ গ্রাম্য সহকারী বিকাশ। শ্যুটিংয়ের সময় গ্রামের মানুষদের ব্যবহার করা হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছিল।
advertisement
8/8
ক্রুদের খাবার বিক্রি, বাড়ি ভাড়া দেওয়া এমনকী শ্যুটিংয়ের ভিড়ে অংশ নিয়ে রোজগার করেছেন মহোদিয়া গ্রামের বাসিন্দারা। শ্যুটিংয়ের জিনিসপত্র ভোপাল, ইন্দোর ও সেহোর থেকে আমদানি করা হয়েছে। আট পর্বের এই সিরিজ এখন জনপ্রিয়তার তুঙ্গে। অ্যামাজন প্রাইমে এই সিরিজ দেখতে ভুলবেন না।