Pallavi Dey :‘‘আমাদের কোনও কথার দরকার নেই, আমরা শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম এবং হেসেছিলাম’’...বাহুলগ্না পল্লবীর মুহূর্ত আজ স্মৃতি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Pallavi Dey : বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের এই ছবিতে কোনও ক্যাপশনই দেননি প্রয়াত অভিনেত্রী৷ শব্দের অভাবে শুধু ছবিই অনেক কথা বলে দিচ্ছে৷
advertisement
1/5

পারস্পরিক নির্ভরতার চিহ্ন ছড়িয়ে আছে পল্লবীর ফেসবুকে৷ সে সব ছবিতে কাউকে ট্যাগ করেননি তিনি৷ ছোট্ট ক্যাপশনেই সেরেছেন পরিচয়৷ এই ছবিতে যেমন উল্লেখ করেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থাকার কথা৷
advertisement
2/5
বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের এই ছবিতে কোনও ক্যাপশনই দেননি প্রয়াত অভিনেত্রী৷ শব্দের অভাবে শুধু ছবিই অনেক কথা বলে দিচ্ছে৷
advertisement
3/5
এই ছবিতে ক্যাপশন দিয়েছেন ‘‘আমাদের কোনও কথার দরকার নেই৷ আমরা শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম এবং হেসেছিলাম৷’’
advertisement
4/5
‘‘আমি একটা সামান্য মেয়ে৷ কিন্তু তোমার সঙ্গে থাকলে নিজেকে রাজকুমারি বলে মনে হয়৷’’ এই ক’টি কথাতেই ছবির পরিচয় সেরেছেন তিনি৷
advertisement
5/5
অবসরযাপনের এই ছবিতেও বিস্তারিত কিছু লেখা নেই৷ ভালবাসার ইমোজির সঙ্গে রয়েছে সামান্য কিছু শব্দ৷ বলা হয়েছে দু’টি ছবিতেই আকাশ একই৷