Pallavi Dey: আগেই 'বিবাহিত' প্রেমিক সাগ্নিক! আত্মহত্যা নাকি খুন? অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্তে যা ইঙ্গিত...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Actress Pallavi Dey Death Update: রবিবার সন্ধ্যায় পল্লবীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে। তাতে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। তবে বিষয়টি নিয়ে পুলিশের তরফে মুখ খোলা হয়নি। আপাতত পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
advertisement
1/7

আত্মহত্যা না খুন? অভিনেত্রী পল্লবী দে'র রহস্য মৃত্যুর পর দিনভর তা নিয়ে টানাপোড়েন চলে। তবে সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে এই প্রাথমিক রিপোর্ট।
advertisement
2/7
তবে বিষয়টি নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি নন পুলিশ আধিকারিকরা।
advertisement
3/7
প্রসঙ্গত, রবিবার সকালে দক্ষিণ শহরতলির গড়ফার আবাসন থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় বিছানার চাদর জড়ানো ছিল। দরজা ভেঙে ঢুকে পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান বলে দাবি করেন পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। তারপর পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
advertisement
4/7
‘আমি সিরাজের বেগম’-এর ‘লুৎফা’ টেলিভিশনের জনপ্রিয় মুখ। প্রাথমিকভাবে জানা গিয়েছে লিভ ইন সম্পর্কে গড়ফার আবাসনে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতেন পল্লবী। ঘটনার পর পল্লবীর পরিবারের ইঙ্গিত, ‘হয়তো খুনই করা হয়েছে ওকে।
advertisement
5/7
তাঁদের আরও অভিযোগ, বিবাহিত ছিলেন পল্লবীর বয়ফ্রেন্ড সাগ্নিক। শুধু তাই নয়, অন্য মহিলার সঙ্গেও সম্পর্কে জড়িত ছিলেন সাগ্নিক। এমনকি পল্লবীর অবর্তমানে গড়ফার ফ্ল্যাটে যাতায়াত ছিল সেই বান্ধবীরাও! এমনটাই অভিযোগ পল্লবীর পরিবারের।
advertisement
6/7
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় পল্লবীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে। তাতে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। তবে বিষয়টি নিয়ে পুলিশের তরফে মুখ খোলা হয়নি। আপাতত পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। সেই রিপোর্ট হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে বলে সূত্রের খবর।
advertisement
7/7
এদিকে, আদতে হাওড়ার রামরাজাতলার মেয়ে পল্লবীর বাবার দাবি, শনিবারই নাকি ফোন করে মায়ের কাছে কার ডালনার রেসিপি জানতে চেয়েছিলেন পল্লবী। তারপরই প্রশ্ন ছুড়ে দেন, কেউ যদি আত্মহত্যা করার কথা ভাবেন, তার আগে কি নতুন কোনও রান্না শিখতে চান? অভিনেত্রীর বাবার কথায়, পল্লবী খুব বুঝদার মেয়ে ছিলেন। আত্মহত্যা করার মতো মানুষ নন বলেই মনে করেন তাঁর বাবা। সকলেই এখন তাকিয়ে আছেন ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের দিকে।