TRENDING:

Palash Muchhal-Natasha Stankovic: শুধু চ্যাট 'কেলেঙ্কারি' নয়, হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর সঙ্গে গা ঘেঁষে নাচ পলাশের! পুরনো ভিডিও ভাইরাল

Last Updated:
মনে করা হচ্ছে বিয়ের আগে অন্য মহিলার সঙ্গে পলাশের এই চ্যাট সামনে আসতেই বিয়ের সব ব্যবস্থা থাকতেও তা পিছিয়ে যায়৷ তবে স্মৃতি-পলাশের বিয়ে ভেঙে গেল কিনা, তা নিয়ে এখনও কোনও কিছু জানা যাচ্ছে না৷
advertisement
1/7
শুধু চ্যাট 'কেলেঙ্কারি' নয়,হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর সঙ্গে গা ঘেঁষে নাচ পলাশের!
স্মৃতি ও পশালের অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে গিয়েছে৷ স্মৃতির বাবা অসুস্থ, অন্যদিকে অসুস্থ হয়ে হাসপাতালে হবু বর পলাশও৷ তবে এসের মধ্যে পশালের গোপন চ্যাট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷
advertisement
2/7
মনে করা হচ্ছে বিয়ের আগে অন্য মহিলার সঙ্গে পলাশের এই চ্যাট সামনে আসতেই বিয়ের সব ব্যবস্থা থাকতেও তা পিছিয়ে যায়৷ তবে এই বিয়ে ভেঙে গেল কিনা, তা নিয়ে এখনও কোনও কিছু জানা যাচ্ছে না৷
advertisement
3/7
অনেকে মনে করছেন যে স্মৃতির পাশাপাশি অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক ছিল পশালের৷ বিয়ের আগেই হাতে নাতে ধরা পড়েন পলাশ৷ এমনই মনে করা হচ্ছে৷ সন্দেহ দানা বাধে যখন এনগেজমেন্টের সব ছবি ও ভিডিও সোশ্যাল পোস্ট থেকে ডিলিট করেন স্মৃতি৷
advertisement
4/7
এসেব মধ্যেই পলাশ মুছল এবং অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে৷
advertisement
5/7
২৩ নভেম্বর নির্ধারিত গায়ক পলাশ মুচ্ছল এবং ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধনার বিয়ে অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগে "অনির্দিষ্টকালের জন্য স্থগিত" করা হয়েছিল। যদিও উভয় পরিবারই স্মৃতির বাবার চিকিৎসাগত জরুরি অবস্থার কারণে এই আকস্মিক পরিবর্তনের জন্য দায়ী করেছে, তবুও এই ঘটনা অনলাইনে অপ্রমাণিত তত্ত্বের বন্যা বয়ে এনেছে।
advertisement
6/7
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক ছিল পলাশের৷ বিবাহিত নাতাশাকে গাড়িতে পলাশের পাশে বসে বাদশার হিট ট্র্যাক ডিজে ওয়ালে বাবুর সঙ্গে নাচতে দেখা যায়৷ "দুনিয়া রাখুন জুতি কে নীচে, তু কাহে তো বান জা ডিজে" লাইনটি লিপ-সিঙ্ক করতেও দেখা যাচ্ছে, যা দেখে নেটিজেনরা অনেক কমেন্ট করছেন৷ বহু বছর আগে শেয়ার করা এই ক্লিপটি এখন এমন এক সময়ে আবার প্রকাশিত হয়েছে যখন পলাশের স্মৃতি মান্ধনার বিয়েতে অসম্ভব সমস্যা, প্রায় ভাঙার মুখে৷
advertisement
7/7
স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধনা অনুষ্ঠানের সকালে হৃদরোগের মতো লক্ষণ অনুভব করেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি চিকিৎসার কারণে তাৎক্ষণিকভাবে সমস্ত প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। স্মৃতির বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা পলাশও মানসিকভাবে প্রভাবিত হয়েছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Palash Muchhal-Natasha Stankovic: শুধু চ্যাট 'কেলেঙ্কারি' নয়, হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর সঙ্গে গা ঘেঁষে নাচ পলাশের! পুরনো ভিডিও ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল