Palak Tiwari : সইফ আলি খানের ছেলের সঙ্গে প্রেম করছেন? তার মাঝেই পারদ চড়ালেন পলক তিওয়ারি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Palak Tiwari : সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাটি ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দিও হয়েছেন তিনি।
advertisement
1/12

কিছুদিন আগেই পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিওয় কাজ করেছেন পলক তিওয়ারি। তার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
advertisement
2/12
এবার স্কার্টের সঙ্গে ব্রালেট পরে পারদ চড়ালেন শ্বেতা তিওয়ারির মেয়ে।
advertisement
3/12
মিউজিক ভিডিও ছাড়াও ইতিমধ্যেই গুঞ্জনও তৈরি হয়েছে পলক তিওয়ারির।
advertisement
4/12
সাদা জাম্পস্যুটে নিঃসন্দেহে স্টাইলিশ লাগছে পলককে। ইতিমধ্যেই তিনি বেশ চর্চিত।
advertisement
5/12
সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাটি ডেট করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দিও হয়েছেন তিনি।
advertisement
6/12
একই গাড়িতে দুজনকে দেখা যায়। মুখ লুকোচ্ছিলেন পলক। তার পর থেকেই জল্পনা শুরু।
advertisement
7/12
যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি। তাঁর কথায় ইব্রাহিম শুধুই তাঁর 'গুড ফ্রেন্ড'।
advertisement
8/12
কিন্তু মুখ লুকোচ্ছিলেন কেন প্রশ্ন করাতে তিনি বলেন, মা শ্বেতা তিওয়ারি জানতেন না। তাই মুখ লুকোনো।
advertisement
9/12
কিন্তু বিটাউনে জল্পনা চলছে, সইফ পুত্রের সঙ্গে সম্পর্কে আছেন পলক।
advertisement
10/12
এই আউটফিটে স্টাইলিশ লুক পলকের। তাঁর অনুরাগীও আছেন অনেকেই।
advertisement
11/12
কালো রঙের কো-অর্ড সেট চেপে আছে তাঁর শরীর। হট লুক পলকের।
advertisement
12/12
শ্বেতা তিওয়ারির মেয়ে পলক কিছুদিনের মধ্য়েই বলিউডেও ডেবিউ করতে চলেছেন।