TRENDING:

Palak Tiwari on Shweta Tiwari: মা হয়ে সন্তানের সঙ্গে এ কেমন আচরণ! শ্বেতা তিওয়ারিকে নিয়ে বিস্ফোরক মেয়ে পলক

Last Updated:
Palak Tiwari on Shweta Tiwari: শ্বেতা এবং অভিনেতা-পরিচালক রাজা চৌধুরির একমাত্র সন্তান পলক। তাঁদের বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন পলক।
advertisement
1/5
মা হয়ে সন্তানের সঙ্গে এ কেমন আচরণ! শ্বেতা তিওয়ারিকে নিয়ে বিস্ফোরক মেয়ে পলক
বলিউডে পা রেখেছেল পলক তিওয়ারি। অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। সলমন খানের 'কিসি কি ভাই কিসি কি জান' ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
2/5
পলকের মা শ্বেতা মুম্বইয়ে টেলিভিশনের চেনা মুখ। 'কসৌটি জিন্দেগি কে' 'হাম তুম এন্ড দেম', 'পরওয়ারিশ'-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। পরবর্তীতে 'বিগ বস'-এ অংশগ্রহণ করে জয়ীও হয়েছিলেন তিনি। মূলত সেখানেই সলমনের সঙ্গে তাঁর আলাপ।
advertisement
3/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে পলক জানান, সলমনের সঙ্গে শ্যুট করায় তাঁকে নিয়ে নিশ্চিন্ত ছিলেন শ্বেতা। নবাগত অভিনেত্রী বলেন, "আমার মনে হয়, আমি সলমন স্যরের ছবি না করলে মা অনেক বেশি আমার খোঁজখবর নিত। কিন্তু ওঁর সঙ্গে ছবি করায় মা আমাকে নিয়ে সুরক্ষিত বোধ করছে।
advertisement
4/5
এখানেই শেষ নয়। এর পর পলক তাঁর মাকে নিয়ে যা বলেন, তা অবাক করার মতো। অভিনেত্রী বলেন, "আমাদের সম্পর্কটা একদম এক তরফা ভালবাসার মতো। আমি মাকে নিয়ে সারাক্ষণ ভেবে যাই আর মা শুধু আমাকে সহ্য করে। মাকে সহ্য করতে হয় কারণ আমি তার মেয়ে। আমি এখনও মাকে দিনে ৩০ বার ফোন করি আর বেশির ভাগ সময়েই মা ফোন তোলে না।"
advertisement
5/5
শ্বেতা এবং অভিনেতা-পরিচালক রাজা চৌধুরির একমাত্র সন্তান পলক। তাঁদের বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন পলক। জীবনের সব ওঠাপড়ায় মেয়েকে পাশে পেয়েছেন শ্বেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Palak Tiwari on Shweta Tiwari: মা হয়ে সন্তানের সঙ্গে এ কেমন আচরণ! শ্বেতা তিওয়ারিকে নিয়ে বিস্ফোরক মেয়ে পলক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল