Shoaib Malik Wife Sana: সানিয়ার পর সানায় মন, তবে শোয়েবের তৃতীয় বউও মাসখানেক আগে ছিলেন অন্য স্বামীর ঘরে! পরিচয়ে চমক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shoaib Malik Wife Sana: পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিকাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন শোয়েব। তখন থেকেই সানিয়ার জন্য মনখারাপ শুরু নেটিজেনদের।
advertisement
1/10

শনিবার সকালে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক সকলকে অবাক করে দিয়েছেন। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ না পেতেই শোয়েবের নতুন বিয়ের ছবি জনসমক্ষে। চারদিকে হইচই পড়ে যায়।
advertisement
2/10
ইনস্টাগ্রামে পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিকাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন শোয়েব। তখন থেকেই সানিয়ার জন্য মনখারাপ শুরু নেটিজেনদের।
advertisement
3/10
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কিছুদিন আগে সানিয়া একটি পোস্ট করেন, যা দেখে অনেকেরই মনে হয়েছিল, বুঝি তাঁদের সম্পর্কে ছেদ ধরেছে। সেই গুঞ্জনকেই সত্যি করল শোয়েবের পোস্ট।
advertisement
4/10
সানা পাকিস্তানের অভিনয় জগতে রয়েছেন অনেকদিন ধরেই। তিনি উর্দু টেলিভিশনে জনপ্রিয় মুখ। রোমান্টিক ড্রামা ‘খানি’-তে প্রধান চরিত্রে অভিনয় করার পর ব্যাপক পরিচিতি পান। এ জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন।
advertisement
5/10
২০২০ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল যে সানা করাচিতে তাঁর বাড়িতে অভিনেতা এবং গায়ক-গীতিকার উমায়ের জাসওয়ালকে বিয়ে করেন। যদিও দম্পতি এখনও তাঁদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেননি।
advertisement
6/10
উমাইর জাসওয়াল ইসলামাবাদের একজন জনপ্রিয় অভিনেতা, গায়ক-গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। এক কথায় তিনি সে দেশের রকস্টার। ইসলামাবাদে জন্ম ও বেড়ে ওঠা। একাধিক বার তিনি তাঁর ব্যান্ডের সঙ্গে কোক স্টুডিও সিজন ৫-এ যোগ দেন।
advertisement
7/10
২০২০-তে বিয়ে হলেও গত বছরই, ২০২৩-এ নভেম্বরে, সানা এবং উমাইয়ের সম্পর্কে চিড় ধরেছিল বলে শোনা যায়। নিজেদের ছবিগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তাঁরা।
advertisement
8/10
শোনা যায়, সানা নাকি উমাইয়েরের বাড়ি ছেড়ে গিয়েছিলেন। তবে এই দম্পতি কখনওই তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেননি।
advertisement
9/10
২০১০ সালে বিয়ে করেছিলেন ক্রিকেট এবং টেনিস তারকা। সীমান্তের এপারে এবং ওপারে দুই জায়গাতেই বিয়ের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ছেলের জন্ম।
advertisement
10/10
শোনা যায়, সানিয়ার আগে শোয়েবের আরও একটি বিয়ে ছিল। আয়েশা সিদ্দিকি নামের একজনের সঙ্গে। কিন্তু সে কথা স্পষ্ট নস্যাৎ করেছিলেন ক্রিকেটার।